বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের ড্রাফটের আগে দলবদলের প্রক্রিয়া শুরু হয়েছে। এবারের নিয়ম অনুযায়ী, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি আগের স্কোয়াড থেকে সর্বোচ্চ দুইজন ক্রিকেটার রিটেইন করতে পারবে। সেই নিয়মে ফরচুন বরিশাল সিদ্ধান্ত নিয়েছে, তারা মাহমুদউল্লাহ রিয়াদকে রিটেইন করবে না। গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল মুশফিকুর রহিম এবং তামিম ইকবালকে রিটেইন করেছে, এবং তাওহীদ হৃদয়কে সরাসরি চুক্তিতে দলে রেখেছে।
ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান জানিয়েছেন, নিলামের মাধ্যমে মাহমুদউল্লাহকে আবারও দলে নেওয়ার সুযোগ রয়েছে তাদের। এছাড়া পুরো মৌসুমের জন্য ডেভিড মালান এবং ফাহিম আশরাফকে দলে ভিড়িয়েছে বরিশাল। আসরের শেষ দিকে ডেভিড মিলার এবং কাইল মায়ার্সও যোগ দেবেন বরিশাল দলে। কোচিং স্টাফেও কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মালিক।