স্বাগতিক ইংলেন্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয় লাভ করে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। তারপরই দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছে ইংলিশরা।

অস্ট্রেলিয়ার দেয়া ১৯৪ রানের বিশাল লক্ষ্য পাড়ি দিতে নামা ইংল্যান্ডের এই ম্যাচে জয়ের নায়ক লিয়াম লিভিংস্টোন। তার ৪৭ বলে ৮৭ রানের ঝড়ো ইনিংসে ৩ উইকেটের জয় নিশ্চিত করে ইংলিশরা। অবশ্য তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আরেক ব্যাটার জ্যাকব বেথেল। 

বেথেল খেলেছেন ২৪ বলে ৪৪ রানের ইনিংস খেলেছেন। বড় লক্ষ্য খেলতে নেমে ইংল্যান্ডের শুরুটা ছিল ভালোই। ওপেনিং জুটিতে ফিল সল্ট ও উইল জ্যাকস মিলে তোলেন ৩৪ রান। যদিও জ্যাকস ১২ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর জর্ডান কক্স আউট হয়েছেন কোনো রান না করেই।

চতুর্থ উইকেটে সল্ট ও লিভিংস্টোন যোগ করেন ৪৫ রান। আর তাতেই ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় ইংল্যান্ড। সল্টের ব্যাট থেকে এসেছে ২৩ বলে ৩৯। সল্ট ফিরে গেলে বেথেলকে নিয়ে ৪৭ বলে ৯০ রানের জুটি গড়েন লিভিংস্টোন। অবশ্য এই দুই ব্যাটার ফিরলে দ্রুত আরও কয়েকটি উইকেট হারায় ইংল্যান্ড।

যদিও জয়ের নায়ক লিভিস্টন কিন্তু শেষ পর্যন্ত জেমি ওভারটন ও আদিল রশিদ মিলে ইংল্যান্ডকে জিতিয়ে মাঠ ছাড়েন ১ ওভার হাতে রেখে। অস্টেলিয়ার হয়ে একাই ৫ উইকেট নিয়েছেন ম্যাথু শর্ট। আর দুটি উইকেট গেছে শন অ্যাবোটের ঝুলিতে। বাকি বোলাররা নিষ্প্রভই ছিলেন বলা যায়। 

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের ৩১ বলে ৫১ ও জশ ইংলিসের ২৬ বলে ৪২ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৯৩ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া। শেষদিকে ক্যামেরন গ্রিনের ৮ বলে ১৩ ও অ্যারন হার্ডির ৯ বলে ২০ রানে ১৯৩রানের বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। 

অজিদের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন ব্র্যাডন কার্স ও লিভিংস্টোন। আর একটি করে উইকেট গেছে স্যাম কারান ও রশিদের ঝুলিতে। এই ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরষ্কার জিতেছেন ইংলিশ অলরাউন্ডার লিভিংস্টোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts