এবছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকার হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রায় একযুগ পরে টি-টোয়েন্টি ট্রফি জয়ের খরা কাটিয়েছে ভারত রাহুলের হাত ধরে। তারপরই জাতীয় দলের কোচের পদ ছাড়েন দ্রাবিড়। এবার আসন্ন আইপিএলের রাজস্থানের কোচের দ্বায়িত্ব নিতে যাচ্ছেন তিনি
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, রাজস্থান রয়্যালসের কোচ হচ্ছেন দ্রাবিড়। সম্প্রতি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষরও করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। চলতি বছরের ডিসেম্বরে হতে পারে আইপিএলের আগামী আসরের মেগা নিলাম। সেটাকে সামনে রেখে কোন ক্রিকেটারদের ধরে রাখা হবে তা নিয়ে প্রাথমিক আলোচনাও সেরে ফেলেছেন রাহুল দ্রাবিড়।
অবশ্য রাজস্থানের সাথে দ্রাবিড়ের সম্পর্ক অনেক পুরোনো ২০১২ ও ২০১৩ সালে রাজস্থানের অধিনায়ক ছিলেন তিনি। পরে ২০১৬ সালে রাজস্থান ছেড়ে দিল্লি ক্যাপিটালে যোগ দেন রাহুল দ্রাবিড়। এখন তার হাত ধরেই কি জাতীয় দলের মতো রাজস্থানো উচিয়ে ধরতে পারবে?!!