ফরাসি লিগ ওয়ানে জয়ের ধারা বজায় রেখেছে পিএসজি। লিলে’র বিপক্ষে জয় পেয়েছে ৩-১ গোলে । এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে অবস্থান করছে তারা। রোববার (১ সেপ্টেম্বর) প্রতিপক্ষের মাঠে এ জয় পায় ১২ বারের ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়নরা।
পিএসজি শুরু থেকেই আক্রমনাত্মক হয়ে ওঠে স্বাগতিকদের ওপর। খেলার ৩৩তম মিনিটে ভিটর ফেরেইরার সফল স্পট কিকে এগিয়ে পিএসজি। তারপর মাত্র ৩ মিনিটের ব্যবধানে আবারও এগিয়ে যায় পিএসজি। মার্কো অ্যাসেনসিও’র কাছ থেকে বল পেয়ে তা জালে পাঠান ব্রেডলি বার্কোলা। ২-০ ব্যাবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।
বিরতির পর দু’দলই বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। তবে কেউই গোলের দেখা পাচ্ছিলেন না। ম্যাচের ৭৮তম মিনিটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় স্বাগতিকরা। একটি গোলও পরিশোধ করে তারা। তবে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আবারও আনন্দে ভাসে প্যারিসের অন্যতম সফল দলটি। ৯২তম মিনিটে রানদাল কোলো মুয়ানির দারুণ ফিনিশিংয়ে আরও এগিয়ে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
উল্লেখ্য, এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে পিএসজি।