অনেকদিন ধরেই মাঠে নামার অপেক্ষা করছেন মেসি।আর তাই অনেকটা সময় করেছেন একক অনুশীলন, অবশেষে ২৮শে আগস্ট ( বুধবার) ইন্টার মায়ামির দলগত অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন সুপারস্টার। এর মধ্য দিয়ে প্রায় দেড় মাস পর মেসি আবারও পুরোদমে অনুশীলনে অংশ নিয়েছেন। কিন্তু ম্যাচ খেলর জন্য এখনো পুরোপুরি ফিট নয় বিশ্বকাপ জয়ী এই তারকা, আর কবে খেলতে নামবেন মাঠে তাও এখনো নিশ্চিত নয়।

সবশেষ গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার সাথে চোট পেয়ে খেলার মাঝপথে মাঠ ছাড়েন মেসি। যেই চোট এখনো ভোগাচ্ছে তাকে। দলের সাথে অনুশীলনে যোগ দিলেও মাঠে ফেরার তারিখ এখনো যানা যায়নি। আগামি শনিবার আন্তর্জাতিক বিরতির আগে নিজেদের শেষ ম্যাচ খেলবে মিয়ামি। তাই সেই ম্যাচে মেসি না খেললে আরও কমপক্ষে দুই সপ্তহের আগে তার মাঠে ফেরা হবে না লিওনেল মেসির। 

কিন্তু ভালো খবর হলো মেসি ধীরে ধীরে উন্নতি করছে, জানিয়েছেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার।ক্যালেন্ডার বলেন, “তাকে মাঠে দেখাটা বেশ দারুণ। তিনি প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন, প্রতিদিন প্রশিক্ষণ নিচ্ছেন। আগেও এগুলো নিয়ে কাজ করেছেন তিনি। তিনি নিজের সর্বোচ্চ দিয়েই এটি করছেন।”

উল্লেখ্য, এই চোটের কারণে আর্জেন্টিনার আগামী মাসের বিশ্বকাপ বাছাইয়ের দলেও জায়গা হয়নি মেসির।
যা আর্জেন্টাইন দর্শকদের জন্য দুঃখ জনক ব্যপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts