ত্রিনিদাদে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ৩ ম্যাচ সিরিজেের প্রথম দু’টিতে জিতে সিরিজ আগেই নিশ্চিত করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। আর তাই শেষ ম্যাচটি ছিল চাপ বিহীন নিয়মরক্ষার লড়াই। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচেই দাপট দেখালো ক্যারিবিয়ানরা। ত্রিনিদাদে বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকাকে আট উইকেটে হারিয়ে প্রোটিয়াদের হোয়াইটওয়াশের লজ্জা দিলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ।
২৭শে আগস্ট (মঙ্গলবার) ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছুটা পরে ম্যাচটি শুরু হয়। তারপর ম্যাচ শুরুর পঞ্চম ওভারে আবার বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ থাকে আরও ৭০ মিনিট। বৃষ্টি থামলে ম্যাচ নেমে আসে ১৩ ওভারে। দক্ষিণ আফ্রিকা করতে পারে ১০৮ রান। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধদিতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ১৩ ওভারে ১১৬। জয়ের জন্য স্বাগতিকদের লাগে স্রেফ ৯.২ ওভার। তাতে করেই ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। আর হোয়াইট ওয়াশের লজ্জায় পরতে হয় প্রোটিয়াদের।