ইনজুরি সাথে দীর্ঘদিন অফ-ফর্মে থাকায় দীর্ঘদিন ধরেই
আর্জেন্টিনার জার্সিতে অনুপস্থিত পাওলো দিবালা। ২০২৩ সালের মার্চে সর্বশেষ খেলেছেন তিনি। সর্বোশেষ কোপা আমেরিকায়ও দলে ছিলেন না আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। এছাড়াও ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্বের দলেও জায়গা হয়নি দিবালার। হঠাৎ করেই শেষ মুহূর্তে সুযোগ পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে।

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে দিবালাকে নেয়ার কথা জানানো হয়েছে সামাজিক মাধ্যমে এক ঘোষণায়। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে বিষয়টি নিশ্চিত করেছে। দিবালাকে স্কোয়াডে অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ কারণ কারণ হলো মেসি এখনো চোট থেকে সেরে ওঠেনি মানছেন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম মুন্দো আলবিসেলেস্তে।

সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের এক প্রতিনিধি বলেন, এ এস রোমার ফুটবলার পাওলো দিবালা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দলে জায়গা করে নিয়েছেন। লিওনেল স্কালোনি তাকে নিয়েছেন। তবে দিবালাকে হঠাৎ দলে ফেরানোর ব্যাপারে ফেডারেশন বা কোচ লিওনেল স্কালোনি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, লিওনেল মেসির এখনো চোট থেকে সেরে না ওঠায় দিবালাকে নেয়া হয়েছে।

গত ২১শে আগস্ট (বুধবার) রাতে লাতিন আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ২৮ সদস্যের দল ঘোষণা করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।সে দলে ছিলেন না রোমা ফরোয়ার্ড পাওলো দিবালা। সিদ্ধান্ত সিদ্ধান্ত বদলেছেন স্কালোনি। এর পিছনের কারণ হিসেবে বর্তমানে দিবালার দুর্দান্ত পার্ফমেন্স স্কোলনির নজর কেড়েছে বলে ধরা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts