পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মুশফিকুর রহিম তার টেষ্ট ক্যারিয়ারে ১৫০০০ রানের মাইল স্পর্শ করলেন। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৯ রানে জন্য
ডাবল সেঞ্চুরি মিস করলেন মিস্টার ডিপেন্ডেবল। কিন্তু ম্যাচ জয় করেছেন ঠিকই। তাই ম্যাচ জয়ের পরপরই তাকে এবং দলের জয়কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন হৃদয়।

পোষ্টে হৃদয় বলেন, আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৫,০০০ রানের মাইলফলকের পরও একটু আক্ষেপ ছিলো গতকাল মুশফিকুর রহিম ভাইয়ের দুইশ না দেখতে পারার, তবে আজকের এই অবিসংবাদিত জয় এক ইতিহাস তৈরী করলো; সব কষ্ট আনন্দে রুপান্তরিত করলো।
আজকের এই ফলাফল সর্বোপরি টিম এর প্রচেষ্টা, লক্ষ্য অর্জনের তেষ্টা এবং ভালো থেকে অধিক ভালো হওয়ার মনোকামনারই প্রতিফলন। অনেক শুভেচ্ছা পুরো টিম সহ বাংলাদেশের প্রতিটি ক্রিকেটপ্রেমী কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts