ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলাতে চুক্তির মেয়াদ বাড়ালেন এমিলিয়ানো মার্টিনেজ। নতুন করে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করে ক্লাবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী এই গোলকিপার। ২০২০ সালে মার্টিনেজ আর্সেনাল থেকে ভিলায় যোগ দেন। তখন চুক্তির ১৭ মিলিয়ন পাউন্ডে চুক্তি হয়েছিল এই গোল কিপারের। তিনি এখন পর্যন্ত ১৫০ ম্যাচ খেলেছেন।

সবশেষ মৌসুমে ৩৪ প্রিমিয়ার লিগ ম্যাচে ৯ ম্যাচ ক্লিন শিট ছিল তার। উনাই এমেরির দল চতুর্থ হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করেছে। সবশেষ গ্রীষ্মেও আর্জেন্টিনার হয়ে ৬টি ম্যাচ খেলেছেন মার্টিনেজ। কোপা আমেরিকার দলকে শিরোপা জেতাতে অন্যতম ভূমিকা পালন করে সে।

২০২৪ কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে ৬ ম্যাচের ৬টিতেই খেলেছেন মার্টিনেজ। এবছরেই কোপার ইতিহাসের সর্বোচ্চ ১৬ বারের মতো চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ভেঙে দেয় উরুগুয়ের সর্বোচ্চবার শিরোপাজয়ের রেকর্ডও। ফিফা বিশ্বকাপসহ কোপা আমেরিকাতেও গোল্ডেন গ্লাভস জেতেন এমিলিয়ানো মার্টিনেজ। এবং জয় করে নেয় কোটি ভক্তের মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts