শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার দল এডিলেইড স্ট্রাইকার্সের কাছে ৩২ রানে হেরেছে আকবর আলীর দল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে হেরে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের শিরোপা জয়ের স্বপ্নশেষ।
আজ (১৮ আগস্ট) ডারউইনে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ এইচপিকে ১৭০ রানের টার্গেট দেয় এডিলেইড স্ট্রাইকার্স।১৭১ রানের টার্গেট তারা করতে নেমে নির্ধারিত ওভার শেষ হবার ১ বল আগেই ১৩২ রানে অলআউট হয় বাংলাদেশ এইচপি দল। বাংলাদেশের হয়ে তানজিদ হাসান ছাড়া ফাইনালে আর কেউ রানের দেখা পাননি। কিছুদিন আগেই হতাশা ঝেরে ফেলার আভাস দেওয়া এই ওপেনারও অবশ্য নিজের ইনিংস বড় করতে পারেননি। তানজিদ হাসান ছাড়াও ম্যাচে হতাস করেন জিসান আলম, আফিফ হোসেন, পারভেজ হোসেনরা।
এর আগে নর্দান টেরিটোরিকে ২১ রানে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। এই ম্যাচ দিয়েই শেষ হলো বাংলাদেশ এইচপি দলের অস্ট্রেলিয়া সফর। টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে ৮ ম্যাচে তাদের জয় ৪টি। কিন্তু শিরোপা অধারাই রয়ে গেল।