এবারের সৌদি প্রিমিয়ার লিগে দারুন ছন্দে ছিলেন রোনালদো গোল করেছেন এবং করিয়েছেন। দুর্দান্ত সব স্কোর আর অ্যাসিস্টের মিশেলে সৌদি সুপার কাপের ফাইনালে উঠিয়েছেন আল নাসরকে। গতকাল বুধবার (১৪ আগস্ট) আবহার প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্পোর্টস সিটিতে আল তাউনকে ২-০ গোলে হারিয়েছে রোনালদোর দল। আগামী শনিবার অনুষ্ঠিত হবে ফাইনাল। ফাইনালে তারা মুখোমুখি হবে আল হিলালের বিপক্ষে।
গতকাল ফাইনাল নিশ্চিতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুটা হুংকারই ছাড়লেন সিআরসেভেন। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) তিনি লেখেন, সুপার কাপের ফাইনালে আমরা আসছি।
গতকাল ম্যাচের মাত্র ৮ মিনিটেই এগিয়ে যায় ক্রিস্টিয়ানোর আল নাসর। রোনালদোর দেয়া পাস থেকে গোল করেন আয়মান ইয়াহিয়া। ১-০ গোলেই এগিয়ে থেকেই প্রথমার্ধে বিরতিতে যায় দুদল। বিরতির পর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আল নাসরের হয়ে দ্বিতীয় গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই। গোল করার আগে তাকে পাস দেন সুলতান আল ঘানাম। সেই পাস থেকে বল পেয়ে ডান পাশের কিনারা দিয়ে জাল খুঁজে নেন রোনালদো। এটি তার ক্যারিয়ারের ৮৯৬তম গোল।
শেষ পর্যন্ত আল তাউনের হয়ে কেউ কোনো গোল করডে না পারায় ২-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে আল নাসর। শনিবার একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।