বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান শাহিনসের সিরিজ শুরুর আগে থেকেই ইসলামাবাদের আবহাওয়া নিয়ে নানা রকম আলোচনা ছিলো। প্রথম ম্যাচেই তৃতীয় দিনে এসে পুরোদমে বৃষ্টি হানা দিয়েছে। যে কারণে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন ম্যাচ অফিসিয়ালসরা।

গত ১৩ আগষ্ট ( মঙ্গলবার ) শুরু হয়েছে পাকিস্তান শাহীনস ও বাংলাদেশ ‘এ” দলের মধ্যকার প্রথম চারদিনের ম্যাচ। যেখানে প্রথম দিনেও বৃষ্টির বাঁধার মুখে পড়তে হয়েছিল। থেমে থেমে বৃষ্টির কারণে প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৪৬.৩ ওভার। যার মধ্যে বাংলাদেশ ‘এ’দল খেলেছেন ৪৪.৩ ওভার এবং পাকিস্তান খেলেছিল মাত্র ২ ওভার।

যদিও দ্বিতীয় দিনে বৃষ্টি না থাকায় খেলার কোন প্রকার ব্যঘাত ঘটেনি। যার ফলে পুরোদিনে পাকিস্তানের ব্যাটাররা ৮৮ ওভার খেলেছেন। কিন্তু তৃতীয় দিনের সকাল থেকেই বৃষ্টি থাকায় খেলা শুরু করা সম্ভব হয়নি। দুুপুর নাগাদ অপেক্ষার পর শেষ পর্যন্ত দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছে ম্যাচ অফিয়ালসরা।

এর আগে প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। একমাত্র মাহমুুদুল হাসান জয় ছাড়া কেউই বলার মতো কিছু করতে পারেননি। মুশফিকুর রহিম, মুমিনুল হকদের ব্যর্থতায় জয়ের ৬৫ রানের ইনিংসের পরও ১২২ রানে অল আউট হয় টাইগাররা।

১১২ রান করা বাংলাদেশকে জবাব দিতে নেমে উমর আমিন, সৌদ সাকিল, মোহাম্মদ হুরায়রাদের ব্যাটে ৪ উইকেটে ৩৬৭ রানের পুঁজি পেয়েছে পাকিস্তান শাহীনস। স্বাগতিকদের হয়ে উমর ১৭৭, সাকিল ৭৬, হুরায়রা করেছেন ৩৯ রান। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন হাসান মুরাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts