জনি গ্রেভ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহীর দায়িত্ব পেয়েছিলেন। তখন থেকে দীর্ঘ ৭ বছর সেই দায়িত্ব পালন করেছেন গ্রেভ। এ বছরের অক্টোবরে সেই দায়িত্ব ছাড়তে চলেছেন ক্যারিবীয় এই উদ্ধতর ক্রিকেট কর্মকর্তা।

জনি গ্রেভ দায়িত্ব ছেড়ে দেয়ার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেভ জানিয়েছেন ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পর তিনি বেশ তৃপ্ত। এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি। সেই সঙ্গে নতুন চ্যালেঞ্জের খোঁজে থাকবেন বলে জানিয়েছেন গ্রেভ।

এ বিষয়ে গ্রেভ বলেছেন, ‘২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করা আমার জন্য দারুণ সম্মানের। একটি সফল টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করা এবং টানা তৃতীয় বছরের জন্য প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করার পর আমি মনে করি এখন আমার এবং আমার পরিবারের জন্য নতুন চ্যালেঞ্জ খোঁজার সঠিক সময় হয়েছে।’

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে করোনা পরিস্থিতি মোকাবেলা করতেও বড় ভূমিকা রেখেছিলেন গ্রেভ। সেই সময় সবার সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন বিদায়ী এই প্রধান নির্বাহী। তিনি মনে করেন এখনই সঠিক সময় নতুনদের এগিয়ে আসার জন্য। তাই তিনি নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, ‘আমি প্রধান নির্বাহী হওয়ার পর থেকে অনেকের কাছ থেকে অসাধারণ সমর্থন পেয়েছি এবং আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে স্টাফ এবং খেলোয়াড়দের যারা কঠিন মহামারীর সময়, আমার প্রতি তাদের আস্থা এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি প্রতিশ্রুতি রেখেছেন। আমি মনে করি এখনই সঠিক সময় নতুন কারো জন্য বের্ডের নেতৃত্ব দেওয়ার। এই গুরুত্বপূর্ণ কাজটি চালিয়ে যাওয়া এবং এখন যে শক্তিশালী ভিত্তি রয়েছে তার উপর গড়ে তোলা।’

জনি গ্রেভ প্রধান নির্বাহীর দায়িত্বে থাকাকালীন ওয়েস্ট ইন্ডিজ তিনটি বিশ্বকাপ আয়োজন করেছে। এর মধ্যে ২০১৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে বোঝাই যাচ্ছে অভিজ্ঞ এই কর্মকর্তার বিদায়ে বড় চেলেঞ্জের মুখে পড়তে যাচ্ছে ক্যারিবীয় ক্রিকেটে। এখন দেখর বিষয় নতুন নির্বাহী কিভাবে এই দায়িত্ব সামাল দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts