গতকাল রাতে দ্য হানড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ম্যাচে নর্দার্ন সুপারচার্জার্সের ব্যাটিংয়ের সময় পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডের টেস্ট অধিনায়ককে। আর তাই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বেন স্টোকসকে দলে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
গতকাল ম্যানচেস্টার অরিজিনালসের দেয়া ১৫৩ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল সুপারচার্জার্স, স্টোকস নেমেছিলেন ওপেনিংয়ে। দ্রুত একটা সিঙ্গেল নেওয়ার পর টান খেয়ে মাঠে পড়ে গিয়ে গ্লাভস খুলে ফেলেন তিনি। দলের ফিজিও ও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন এরপর। তারপর একটি স্ট্রেচারে অ্যাম্বুলেন্সের দিকে নেয়া হয় তাকে।
পায়ে চোট লাগার পর দ্রুত স্টোকসকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে দেখা যায় ক্রাচের সাহায্যে হেটে বেড়াচ্ছেন তিনি। তার সতীর্থ হ্যারি ব্রুক জানিয়েছেন, স্টোকসের চোট আরও খারাপ হতে পারে।
অরিজিনালসের সাথে ওল্ড ট্রাফোর্ডে ৭ উইকেটে জেতা ম্যাচের পর সুপারচার্জার্স অধিনায়ক হ্যারি ব্রুক বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এটা সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হয় সে কাল স্ক্যান করাবে। এরপর আমরা দেখব তার কী অবস্থা।’
আগামী ২১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি স্টোকস খেলতে পারবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। স্টোকের চোট নিয়ে শঙ্কা আছে তিন টেস্টের পুরো সিরিজ মিস করারও।
আগামি ২১শে আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়ক স্টোকস না খেলতে পারলে ইংলেন্ডের হয়ে নেতৃত্ব দিতে পারেন সহ অধিনায়ক ওলি পোপ। আর যদি তাই হয় তবে এটিই হবে ওলি পোপের প্রথম অধিনায়কত্ব।