আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও দ্বিপাক্ষিক সিরিজে খেলার ব্যাপারে না অস্ট্রেলিয়ার। এমন ধরনের অবস্থান থেকে সরে এসে মোহাম্মদ নবী-রশিদ খানদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলা উচিত বলে কিছুদিন আগে মন্তব্য করেছিলেন উসমান খাওয়াজা। কিন্তু নারী ক্রিকেট নিয়ে তালেবান সরকারের অবস্থান পরিবর্তন না হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলা নিয়ে আগের মত একই অবস্থানেই রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ।

তালেবান সরকার ২০২১ সালে দেশের শাসন ব্যবস্থার দায়িত্ব নেয়ার পর আফগানিস্তানে নারী ক্রিকেট বন্ধ ঘোষণা করে। যার ফলে আফগানিস্তান পুরুষ দলকে নিষিদ্ধ করার দাবিও উঠেছিল। কারণ আইসিসির নিয়ম অনুযায়ী টেস্ট খেলুড়ে দেশের নারী দল থাকা বাধ্যতামূলক। নারী ক্রিকেট বন্ধ করে দেয়ায় আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক খেলতে রাজি নয় অস্ট্রেলিয়া। এবারের টি -টোয়েন্টি বিশ্বকাপের খেললেও দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কঠোর অবস্থানে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ইতোমধ্যে আফগানিস্থানের সাথে তিন দফায় সিরিজ স্থগিত করেছে সিএ। ২০২১ সালে প্রথমবারের মতো অজিদের সঙ্গে টেস্ট খেলার সুযোগ ছিল রশিদ খানদের। তবে নারীদের মানবাধিকার লঙ্ঘনের কারণে সেই সময় সিরিজটি স্থগিত করা হয়। গত বছরের মার্চেও অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে খেলার সুযোগ ছিল আফগানিস্তানের।

কিন্তু সেই একই কারণে সেটিও স্থগিত করে অস্ট্রেলিয়া। তালেবান সরকারের অবস্থান পরিবর্তন না হওয়ায় আগামী আগষ্টের সূচিতে থাকা টি-টোয়েন্টি সিরিজও স্থগিত করে দিয়েছে অস্ট্রেলিয়া। কয়েকদিন আগে শরণার্থী দল হিসেবে ক্রিকেট খেলার জন্য আইসিসির কাছে অনুরোধ জানিয়েছেন আফগানিস্তানের নারী ক্রিকেটাররা। এমন ঘটনার পর আরও একবার কথা বলে আফগানিস্তানকে নিয়ে নিজেদের অবস্থান পরিস্কার করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এ প্রসঙ্গে সিএ’র প্রধান নির্বাহী নিক হকলি বলেন, আমরা অস্ট্রেলিয়ান সরকারসহ সব অংশীদারের সঙ্গে কথা বলে মানবাধিকারবিষয়ক কারণে শেষ কয়েকটি সিরিজ স্থগিত করেছি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক, নিয়মিত আলোচনা হয়। আমরা চাই পুরুষ ও নারীদের জন্য বিশ্বব্যাপী ক্রিকেটের উৎকর্ষ। হকলি আরও বলেন, আমরা বৈশ্বিকভাবে মেয়েদের ক্রিকেটের পক্ষে থাকব। আফগানিস্তানের বিপক্ষে খেলার যে প্রসঙ্গ, পরামর্শ করার পর মনে হয়েছে এটি এখন উপযুক্ত হবে না। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলার আশা করছি। তবে আপাতত কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না বলে সেই আগের অবস্থানেই রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts