কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল ম্যাচটা খেলতে নেমেছিল ৪ তারকার নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে। যে তালিকায় ছিলেন দলের সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়রের নামটাও। ম্যাচের মাত্র ৭ মিনিটের মধ্যেই শঙ্কাটা সত্যি হয়ে যায় ব্রাজিল ভক্তদের জন্য। টানা দুই ম্যাচ হলুদ কার্ড পাওয়ায় ১ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়ে এবারের কোয়ার্টার ফাইনাল খেলা হবে না ব্রাজিলিয়ান এইতারকা ফুটবলারের । কোপার আমেরিকার নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তাই ভিনিসিয়ুস জুনিয়রকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে কোচ দোরিভাল জুনিয়রকে।
আগের ম্যাচে খেলতে নেমে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ৮৩ মিনিটে হলুদকার্ড দেখেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। প্যারাগুয়ের বিপক্ষে সেই ম্যাচে ভিনি ছাড়াও আরো হলুূ কার্ড দেখেছেন এডার মিলিটাও, ভেন্ডেল ও লুকাস পাকেতার মতো তারকারা। তাই কোয়ার্টার ফাইনালে তাদের নিরাপদে রাখতে এই ম্যাচে খেলানো হবে কিনা সেটা নিয়েও নানা রকম প্রশ্ন শুনতে হয়েছিল ব্রাজিলের কোচকে।
অবশ্য কোচের বক্তব্য ছিল একদম পরিষ্কার। ম্যাচ জয়ের জন্য সেরা একাদশকেই আঠে নামানোর চিন্তা ছিল তার । তেমনটাই করেছেন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে। যদিও এতে ফলাফল এখন পর্যন্ত দোরিভালের পক্ষে যায়নি। বরং মাত্র ৭ মিনিটের মাথায় সেই ফাউলে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন ভিনিসিয়ুস। ম্যাচের ফলাফল বিবেচনাতেও খুব একটা ভালো অবস্থানে নেই ব্রাজিল।