ইউরো চ্যাম্পয়নশীপে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে হাঙ্গেরি। রবিবার রাত ১টায় গ্রুপ-এ থেকে মুখোমুখি হয় স্কটল্যান্ড-হাঙ্গেরি। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল স্কটল্যান্ড। চ্যাম্পিয়নশিপের গ্রুপ-এ-তে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে শেষ করেছে হাঙ্গেরি।
অন্যদিকে আসরে এক ড্র আর দুই হারে ১ পয়েন্ট নিয়ে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে স্কটল্যান্ডের।
পুরো ম্যাচে স্কটল্যান্ডের দখলে বল থাকলেও গোল দিতে পারেনি কোনো দল, নির্দিষ্ট সময়ে গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ইনজুরি সময়সহ ম্যাচের ১০০ মিনিটে গোল করে স্কটল্যান্ডকে আসর থেকে ছিটকে দেন কেভিন চোবোথ।
আর এই জয়ে ফলে তৃতীয় সেরা দলের একটি হিসেবে নকআউটে যাওয়ার সুযোগ রয়েছে হাঙ্গেরির। এনিয়ে ৪র্থ বার ইউরোতে খেললেও কোনোবারই গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি স্কটল্যান্ড।