পাকিস্তানের মাটিতে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে কোনো প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ। তবে ঘরের মাঠে ফিরেই দৃঢ়ভাবে ঘুরে দাঁড়িয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা। টানা দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
এখন টাইগারদের সামনে বড় সুযোগ—শেষ ম্যাচ জিতে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলে র্যাঙ্কিংয়ে মিলতে পারে সুখবর। বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাকিস্তান আছে ৮ নম্বরে, আর বাংলাদেশ অবস্থান করছে ১০ নম্বরে। সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ২২০। প্রথম ম্যাচে ৭ উইকেটের দাপুটে জয়ে সেটি কিছুটা বেড়েছে। যদি বাকি ম্যাচটিও জিততে পারে টাইগাররা, তবে পয়েন্ট বেড়ে দাঁড়াবে ২২৩।
এই পয়েন্টেই এখন অবস্থান করছে আফগানিস্তান। ফলে হোয়াইটওয়াশ নিশ্চিত হলে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৯ম স্থানে উঠে আসতে পারে, আর আফগানিস্তান সরে যাবে ১০ম স্থানে। যদিও দুই দলের রেটিং পয়েন্ট সমান হলেও, ভগ্নাংশের হিসাবে বাংলাদেশ এগিয়ে থাকার সম্ভাবনাই বেশি।
অন্যদিকে, ৩-০ ব্যবধানে হেরে গেলে পাকিস্তান হারাবে ৪ রেটিং পয়েন্ট, তবে তবুও তাদের অবস্থান থাকবে শীর্ষ আটে। আর যদি সিরিজ ২-১ ব্যবধানে শেষ হয়, অর্থাৎ পাকিস্তান শেষ ম্যাচ জিতে নেয়, তাহলে বাংলাদেশ পাবে মাত্র ১ পয়েন্ট, পাকিস্তান হারাবে ২ পয়েন্ট—তবে র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হবে না।
তাই সিরিজের শেষ ম্যাচ হয়ে উঠেছে র্যাঙ্কিংয়ের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাইগাররা কি পারবে আরও একবার পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়তে? উত্তরের জন্য অপেক্ষা আর মাত্র এক ম্যাচ।