মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। ‘সি’ গ্রুপে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে সাবিনা-তহুরারা।
অন্যদিকে, উত্তেজনাপূর্ণ ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ২-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে ইরান। পয়েন্ট তালিকায় ইরান ও জর্ডান সমান ৯ পয়েন্টে অবস্থান করলেও মুখোমুখি লড়াইয়ে জয় পাওয়ায় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০২৬ এশিয়ান কাপে খেলার সুযোগ পাচ্ছে ইরানের নারী দল। এটি হবে তাদের দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপে অংশগ্রহণ।
এই সাফল্যে দারুণ উচ্ছ্বসিত ইরানের কোচ মারিজিয়েহ জাফরি বলেন, ‘এই অর্জন আমাদের দেশের মানুষের হৃদয় জয় করেছে। কঠিন প্রস্তুতি, মানসিক চাপ আর লজিস্টিক সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের দল আশার চেয়েও ভালো খেলেছে। শুধু কৌশলে নয়, মানসিক দৃঢ়তাতেও নিজেদের প্রমাণ করেছে মেয়েরা।’
এবারের নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে মোট ১২টি দল অংশ নিচ্ছে। আয়োজক দেশ হিসেবে সরাসরি খেলার সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া। তাদের সঙ্গে বাছাই ছাড়াই সুযোগ পেয়েছে এশিয়ার সেরা দলগুলো—জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া।
বাছাইপর্ব শেষে চূড়ান্ত ১২ দলের তালিকায় জায়গা করে নিয়েছে ভারত, বাংলাদেশ, ইরান, তাইওয়ান, ভিয়েতনাম, উজবেকিস্তান, ফিলিপাইন্স ও উত্তর কোরিয়া।
আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে আসন্ন আসরের ড্র। ড্র-তে ভারত ও বাংলাদেশের সঙ্গে একই পটে থাকবে ইরান, ফলে প্রথম রাউন্ডেই এই তিন দল পরস্পরের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।