লর্ডসে সদ্য সমাপ্ত টেস্ট ম্যাচে শেষ দিনে নাটকীয় লড়াইয়ে ২২ রানে জয় পেয়েছে ইংল্যান্ড। তবে ম্যাচ জেতার আনন্দ কিছুটা ম্লান করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর এক সিদ্ধান্ত। মন্থর ওভার রেটের দায়ে শাস্তি পেতে হয়েছে ইংলিশ দলকে।
আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে যথেষ্ট ওভার না করলে শাস্তির মুখে পড়তে হয়। সেই নিয়ম ভাঙায় ইংল্যান্ডের ২টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) পয়েন্ট কাটা হয়েছে। পাশাপাশি দলের প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নিয়েছে আইসিসি।
অপরদিকে, ভারতও মন্থর ওভার রেটের ফাঁদে পড়তে পারত, কিন্তু সামান্য ব্যবধানে তারা এই শাস্তি থেকে রেহাই পেয়েছে।
কীভাবে হল এই হিসাব?
লর্ডস টেস্টে খেলার সময় কমপক্ষে চার দিনই আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছিল, তবুও পুরো ৯০ ওভার সম্পূর্ণ হয়নি।
পাঁচ দিনে মোট খেলা হয়েছে ৩৬৮.১ ওভার, যেখানে নির্ধারিত ছিল ৪৫০ ওভার (৯০ ওভার × ৫ দিন)।
ওভার বিশ্লেষণ:
প্রথম দিন: ৮৩ ওভার (ভারত বোলিং করেছে)
দ্বিতীয় দিন: ৭২.২ ওভার (ভারত ২৩.২ ওভার, ইংল্যান্ড ৪৯ ওভার)
তৃতীয় দিন: ৭৭.২ ওভার (ইংল্যান্ড ৭৬.২ ওভার, ভারত ১ ওভার)
চতুর্থ দিন: ৭৮.৫ ওভার (ভারত ৬১.১ ওভার, ইংল্যান্ড ১৭.৪ ওভার)
পঞ্চম দিন: ৫৭.১ ওভার (পুরোটাই ইংল্যান্ড বোলিং)
মোট হিসেবে,
ভারত বোলিং করেছে: ১৬৬.১ ওভার
ইংল্যান্ড বোলিং করেছে: ২০২ ওভার
তাহলে ভারতও কি ধীরগতির বোলিং করেনি? করেছে, তবে নিয়ম অনুযায়ী কোন ইনিংসে অন্তত ৮০ ওভার বোলিং না হলে ওভার রেটের হিসাব ধরা হয় না। ভারত দ্বিতীয় ইনিংসে ৮০ ওভারের আগেই ইংল্যান্ডকে অলআউট করে ফেলেছিল, ফলে সেখানে ওভার রেট ধরা হয়নি। অন্যদিকে ইংল্যান্ড টেস্টে দুটি ইনিংসেই ৮০ ওভারের বেশি বল করেছে, আর দ্বিতীয় ইনিংসে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ না করায় শাস্তি নেমে এসেছে তাদের ওপর।
এই শাস্তির কারণে ইংল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলেও কিছুটা পিছিয়ে পড়ল। অন্যদিকে, ভারত অল্পের জন্য জরিমানা এড়ালেও ভবিষ্যতে এই নিয়মে আরও কড়াকড়ি হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।