ডেনিশ ফুটবল তারকা রুনি বার্দঘজিকে দলে নেওয়ার পর এবার তার ছোট ভাই রায়ান বার্দঘজিকেও নজরে রেখেছে বার্সেলোনা। কোপেনহেগেনের হয়ে খেলা ১৮ বছর বয়সী রুনি ইতোমধ্যেই কাতালান ক্লাবে যোগ দিয়েছেন এবং কোচ হানসি ফ্লিকের অধীনে প্রাক-মৌসুম প্রস্তুতিতেও অংশ নিচ্ছেন।
রুনির মতোই প্রতিভাবান রায়ান বার্দঘজি। মাত্র ১৫ বছর বয়সী এই তরুণ খেলছেন এফসি কোপেনহেগেনের যুব দলে। তবে বড় খবর হলো, রায়ানের সঙ্গে ক্লাবটির বর্তমান চুক্তি শেষ হচ্ছে আগামী নভেম্বরে। ফলে ফ্রি ট্রান্সফারেই তাকে দলে নেওয়ার সুযোগ থাকছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর সামনে।
বিশ্বখ্যাত ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর সূত্র অনুযায়ী, বার্সেলোনা ইতোমধ্যেই রায়ানকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং সম্ভাব্য চুক্তির জন্য প্রস্তুতিও শুরু করেছে। যদিও কোপেনহেগেন রায়ানকে ছাড়তে চাইছে না। তারা চায়, এই প্রতিশ্রুতিশীল মিডফিল্ডারকে যেভাবেই হোক ক্লাবে ধরে রাখতে।
সব কিছু ঠিকঠাক চললে খুব শিগগিরই বার্সেলোনার জার্সিতে দেখা যেতে পারে বার্দঘজি পরিবারের আরও একজন সদস্যকে। কাতালান ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় রায়ানকে ঘিরে জেগেছে নতুন আশার আলো।