বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে আগামী ২০ জুলাই থেকে। আসন্ন এই হাইপ্রোফাইল সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চমক নেই দলে। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরের স্কোয়াডেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। লঙ্কানদের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জেতার পর দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নির্বাচকরা। তাই পাকিস্তানের বিপক্ষেও সেই একই দলকেই সুযোগ দেওয়া হয়েছে।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশের ব্যাটিং ইউনিট ছিল উজ্জ্বল। ওপেনাররা রান পেয়েছেন নিয়মিতভাবে, তিন নম্বরে ব্যাট করে লিটন দাসও করেছেন দারুণ পারফরম্যান্স। বোলিংয়েও ছিলেন নজরকাড়া কয়েকজন—বিশেষ করে স্পিন বিভাগে রিশাদ ও নাসুম আহমেদের কার্যকর ভূমিকা ছিল চোখে পড়ার মতো।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি:
প্রথম ম্যাচ: ২০ জুলাই
দ্বিতীয় ম্যাচ: ২২ জুলাই
তৃতীয় ম্যাচ: ২৪ জুলাই
তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
🔶 বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক)
তানজিদ হাসান তামিম
পারভেজ হোসেন ইমন
মোহাম্মদ নাইম শেখ
তাওহীদ হৃদয়
জাকের আলী অনিক
শামিম হোসেন পাটোয়ারী
মেহেদী হাসান মিরাজ
রিশাদ হোসেন
শেখ মেহেদী হাসান
নাসুম আহমেদ
তাসকিন আহমেদ
মোস্তাফিজুর রহমান
শরিফুল ইসলাম
তানজিম হাসান সাকিব
মোহাম্মদ সাইফউদ্দিন
টানা দুটি সিরিজ জয় খোঁজার লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা। হোম কন্ডিশনে চেনা মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স তুলে ধরতে মুখিয়ে লিটন দাসের দল।