শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হার দিয়ে শেষ করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে অসুস্থতার কারণে খেলতে পারেননি লেগ স্পিনার রিশাদ হোসেন। এরপর ফিট হয়ে দলের সঙ্গে যোগ দিলেও বাকি দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি তার। রিশাদের জায়গায় সুযোগ পাওয়া তানভীর ইসলাম দ্বিতীয় ওয়ানডেতেই পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দিয়েছিলেন, ফলে তার জায়গা নিশ্চিত হয় শেষ ওয়ানডেতেও।

তবে তৃতীয় ম্যাচে তানভীর ছিলেন ব্যর্থ। ১০ ওভারে ৬১ রান খরচ করেও মাত্র ১ উইকেট নিতে পেরেছেন তিনি। এরপরও কেন রিশাদকে খেলানো হয়নি, সেই ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন,
‘(হাসি) যখন কেউ ৫ উইকেট নিয়ে ম্যাচ জিতিয়ে দেয়, তখন তাকে বাদ দেওয়া নিয়ে ভাবা যায় না। উইকেট দেখে মনে হয়েছে পেসারদের জন্যই উপযোগী। ওরাও (শ্রীলঙ্কা) দুই পেসার ও তিন স্পিনার খেলিয়েছে। তাদের বেশিরভাগ উইকেটও এসেছে পেসারদের হাত থেকে। আমরাও পেস বোলিংয়ে ভালো করেছি। তাই এটা নিয়ে খুব একটা দুশ্চিন্তা করিনি।’

তানভীরের অভিষেক ওয়ানডে সিরিজটি ছিল দারুণ, তবে শেষ ম্যাচে খরচে ভুগতে হয়েছে দলকে। এদিকে ইনজুরি কাটিয়ে উঠলেও রিশাদের ফেরার পথ বন্ধ হয়ে যায় সফল তানভীরের কারণে।

শেষ ম্যাচে হারের পেছনে ব্যাটারদের দায় স্বীকার করে মিরাজ বলেন,
‘আমাদের টপ অর্ডারের ব্যাটাররা রিস্ক নিতে ও বাউন্ডারি মারতে পছন্দ করে। সেটাকে আমরা সাপোর্ট করার চেষ্টা করি। যদি শুধু আটকে দিই, তাহলে খেলাটাই কঠিন হয়ে যায়। মাঠ ছিল একটু বড়, সুযোগ ছিল আরও সিঙ্গেলস নেওয়ার, চার মারার। সেটা করতে পারিনি।’

ম্যাচের প্রথম ইনিংসেই পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল কি না, এমন প্রশ্নে মিরাজ জানান,
‘না, আমরা বিশ্বাস রেখেছিলাম। যখন হৃদয় আর জাকের ব্যাট করছিল, তখনও মনে হয়েছে জিততে পারি। ওরা একটা বড় জুটি গড়েছিল, আমরা পারিনি। প্রতিটি ম্যাচেই আমরা ৩০-৪০ রানের জুটি করেছি, কিন্তু ওয়ানডেতে জিততে হলে সেটা যথেষ্ট নয়। বড় জুটি গড়া জরুরি।’

এভাবে সিরিজ শেষ করলেও দলের ভেতরে ব্যাটসম্যানদের স্বাধীনতা এবং শক্তির জায়গায় সাপোর্ট দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি রেখেছেন মিরাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts