নয়জন খেলোয়াড় নিয়ে মাঠে খেলেও শক্তিশালী বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। জার্মান জায়ান্টদের বিপক্ষে দাপটের সঙ্গেই জয় পেয়েছে লুইস এনরিকের দল।
শনিবার রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বায়ার্নকে ২-০ গোলে হারায় ফরাসি ক্লাবটি। যদিও ম্যাচের বড় একটা সময় দুই দলই গোলের জন্য অপেক্ষা করেছে। প্রথমার্ধের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়েন বায়ার্ন ফরোয়ার্ড জামাল মুসিয়ালা, যা তাদের আক্রমণভাগে বড় ধাক্কা হয়ে দাঁড়ায়।
গোলের খরা কাটে ম্যাচের ৭৮ মিনিটে। পিএসজিকে এগিয়ে দেন ডিজেরি দুয়ে। এরপর ম্যাচে উত্তেজনা বাড়ে। ৮২ মিনিটে পিএসজির ডিফেন্ডার উইলিয়ান জোয়েল পাচো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ইনজুরি টাইমে আরও একটি ধাক্কা খায় দলটি—৯২ মিনিটে দ্বিতীয় লাল কার্ড দেখেন থিও হার্নান্দেজ। তবুও নয়জনের দল নিয়ে দারুণভাবে ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রাখে পিএসজি। বরং যোগ করা সময়ের ছয় মিনিটে উসমান ডেম্বেলে আরও একটি গোল করে জয় নিশ্চিত করেন।
অন্যদিকে, একই রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। নির্ধারিত ৯০ মিনিটে গনসালো গার্সিয়া ও ফ্রান গার্সিয়ার গোলে ২-০ এগিয়ে ছিল রিয়াল। তবে যোগ করা সময়ে ঘটে নাটকীয় সব মুহূর্ত—পেনাল্টি, লাল কার্ড, গোল ও সেভে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।
এই জয়ে রিয়াল মাদ্রিদ এবং পিএসজি মুখোমুখি হবে টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে। সেমিফাইনালের এই জমজমাট লড়াই অনুষ্ঠিত হবে আগামী বুধবার রাতে।