রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে প্রথম ম্যাচে জয় না পেলেও দ্বিতীয় ম্যাচেই দারুণ ঘুরে দাঁড়ালেন জাবি আলোনসো। ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে শুরুতেই ১০ জনের দলে পরিণত হলেও দুর্দান্ত পারফরম্যান্সে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এমন লড়াকু জয়ে স্বাভাবিকভাবেই সন্তুষ্ট রিয়াল কোচ।

রোববার রাতে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। মাত্র সপ্তম মিনিটেই তরুণ ডিফেন্ডার রাউল অ্যাসেন্সিও সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। একজন কম নিয়েও রিয়াল নিয়ন্ত্রণ ধরে রাখে ম্যাচে এবং শেষ পর্যন্ত তুলে নেয় গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।

ম্যাচ শেষে জয়ের প্রতিক্রিয়ায় আলোনসো বলেন,
“সাত মিনিটে লাল কার্ড পাওয়া অবশ্যই কঠিন ছিল, কিন্তু দলের মানসিকতা ছিল প্রশংসনীয়। তারা বুঝে-শুনে খেলেছে—কখন আক্রমণে যাবে, কখন রক্ষণে মনোযোগ দেবে। আমি পারফরম্যান্সে সন্তুষ্ট, বিশেষ করে গোলগুলো ছিল খুবই মানসম্পন্ন।”

৩৫তম মিনিটে জুড বেলিংহামের গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর ৪৩তম মিনিটে আর্দা গুলেরের গোল ম্যাচের রাশ পুরোপুরি রিয়ালের নিয়ন্ত্রণে নিয়ে আসে। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল বজায় রাখে আলোনসোর দল। ৭০ মিনিটে ফেদেরিকো ভালভার্দে রিয়ালের তৃতীয় গোলটি করেন। যদিও ৮০তম মিনিটে একটি সান্ত্বনার গোল করে পাচুকা, তবে তাতে ফলাফলে খুব একটা পরিবর্তন আসেনি।

এই জয়ে গ্রুপ এইচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে সালজবুর্গ রয়েছে দ্বিতীয় স্থানে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে নির্ধারিত হবে পরবর্তী রাউন্ডের টিকিট।

একজন কম নিয়ে দাপুটে এই জয় অবশ্যই রিয়ালের আত্মবিশ্বাস বাড়াবে পরের ধাপে যাওয়ার আগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts