ফুটবলবিশ্ব যা আগে থেকেই জানতো, সেটাই এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল স্পেনের কিংবদন্তি ক্লাব রিয়াল মাদ্রিদ। ইতিহাসের সবচেয়ে সফল ক্লাবটি তাদের নতুন কোচ হিসেবে জাবি আলোনসোর নাম নিশ্চিত করেছে। ক্লাবটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, তিন বছরের চুক্তিতে আলোনসো যোগ দিচ্ছেন ‘লস ব্লাঙ্কোস’ শিবিরে।
চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালের ডাগআউটে দেখা যাবে এই সাবেক স্প্যানিশ মিডফিল্ডারকে। আগামীকাল, ২৬ মে স্থানীয় সময় দুপুর ১২টায় রিয়াল মাদ্রিদ সিটির এক অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে ক্লাবটি। এর আগে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করবেন আলোনসো।
ঘরে ফেরা এক কিংবদন্তি
২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন জাবি আলোনসো। ক্লাবটির জার্সিতে ২৩৬টি ম্যাচ খেলে জিতেছেন ৬টি শিরোপা, যার মধ্যে অন্যতম ২০১৪ সালের ‘লা দেসিমা’— ক্লাবের দশম চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এছাড়া আছে একটি লা লিগা, একটি কোপা দেল রে, একটি স্প্যানিশ সুপার কাপ ও একটি উয়েফা সুপার কাপ।
জাতীয় দলের হয়ে তার অর্জন আরও সমৃদ্ধ। ২০১০ বিশ্বকাপ ছাড়াও ২০০৮ ও ২০১২ ইউরো জয়ী স্পেন দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
কোচিংয়ের শুরু মাদ্রিদেই
কোচিং ক্যারিয়ারও শুরু হয়েছে রিয়াল মাদ্রিদ থেকেই। ২০১৮-১৯ মৌসুমে ক্লাবটির বয়সভিত্তিক দলের দায়িত্ব নেন আলোনসো। সেখান থেকে পথচলা শুরু করে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনে যোগ দেন, যেখানে কোচ হিসেবে তৈরি করেন অনন্য ইতিহাস। তার অধীনেই বুন্দেসলিগা জয় করে লেভারকুসেন, প্রথমবারের মতো।
এবার সেই সফল অভিজ্ঞতা নিয়েই ঘরে ফিরছেন জাবি আলোনসো, রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে নতুন অধ্যায়ের সূচনায়। সমর্থকদের আশাবাদ— খেলোয়াড় হিসেবে যেভাবে রিয়ালকে গৌরব এনে দিয়েছেন, কোচ হিসেবেও ঠিক তেমনভাবেই ফিরিয়ে আনবেন আরও সাফল্য।