২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে শুরুতে পাঁচটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচ খেলার প্রাথমিক পরিকল্পনা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের। পরে এই সিরিজের ধরন বদলে তা শুধুই টি-টোয়েন্টিতে সীমিত করা হয়। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচসংখ্যাও কমিয়ে আনা হয়েছে। দুই দলের মধ্যে তিন ম্যাচের সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। প্রথম ম্যাচ হবে ২৮ মে, দ্বিতীয়টি ৩০ মে এবং শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১ জুন। প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়, যা বাংলাদেশ সময় রাত ৯টা।
বাংলাদেশ দল লিটন দাসের নেতৃত্বে পাকিস্তানে পৌঁছাবে ২৫ মে। সফরে গিয়ে পরবর্তী দুদিন লাহোরেই অনুশীলন করবে তারা। সিরিজের সবগুলো ম্যাচ হবে গাদ্দাফি স্টেডিয়ামের ফ্লাডলাইটের নিচে, যা হবে রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ—এমনটাই আশা করছে পিসিবি।
উল্লেখ্য, ভারত-পাকিস্তান সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে সিরিজটি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে যুদ্ধবিরতির পর পরিস্থিতি স্বাভাবিক হলে পাকিস্তান নতুন সূচি পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। পাকিস্তানের অন্তর্বর্তী সরকারের অনুমোদনের পর বিসিবিও নতুন প্রস্তাবে সায় দেয়।
দুবাইয়ে অনুষ্ঠিত বৈঠকে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি, বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীনের আলোচনার পর সিরিজটি তিন ম্যাচে সীমিত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।