পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথে এসে দল পেলেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলার প্রস্তাব পেয়েই সেটি লুফে নিয়েছেন তিনি। এরপর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়, বাকি ম্যাচগুলোতে সাকিব মাঠে নামবেন লাহোরের জার্সিতে।

মূলত নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে পাওয়া না যাওয়ায় তার বদলি হিসেবেই সাকিবকে দলে নিয়েছে লাহোর। এরইমধ্যে পাকিস্তানে পৌঁছেছেন তিনি এবং দলের সঙ্গে যোগ দিয়ে করেছেন অনুশীলনও। আজ রোববার রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে সাকিবের অভিষেক হওয়ার কথা রয়েছে এই মৌসুমে।

সাকিবের অন্তর্ভুক্তি লাহোর কালান্দার্সের জন্য বড় একটি সুবিধা হিসেবে দেখা হচ্ছে। তার অভিজ্ঞতা, অলরাউন্ড পারফরম্যান্স এবং চাপ সামলানোর দক্ষতা দলের ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—বিশেষ করে লিগের গুরুত্বপূর্ণ পর্যায়ে।

লাহোর কালান্দার্সের প্রকাশিত এক ভিডিও বার্তায় সাকিব বলেন,
‘আমি যখনই পাকিস্তানে আসি, উপভোগ করি। ক্রিকেট খেলতে পাকিস্তান আমার কাছে সবসময়ই দারুণ একটি জায়গা। এখানে আবার আসতে পেরে খুব ভালো লাগছে।’

এরপর অনুশীলন সেশনের অভিজ্ঞতা নিয়ে সাকিব বলেন,
‘আমি কয়েক ওভার বল করেছি ছন্দে ফেরার জন্য। এবং আমি যেটা পেতে চাচ্ছিলাম, সেটা পেয়েছি। অনেক দিন পর আবার ম্যাচ খেলতে যাচ্ছি। তবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সব দিক থেকেই নিজেকে প্রস্তুত মনে হচ্ছে।’

সাকিবের অভিজ্ঞতা এবং পরিণত নেতৃত্বগুণ লাহোরের ড্রেসিংরুমেও বাড়তি প্রেরণা জোগাতে পারে। বিশেষ করে বর্তমান চ্যাম্পিয়ন দল হিসেবে তাদের যে চাপ রয়েছে, সেখানে সাকিবের মতো বিশ্বজয়ী খেলোয়াড়ের উপস্থিতি হতে পারে টার্নিং পয়েন্ট।

বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছেও সাকিবের এই ফেরাটা বাড়তি উত্তেজনার জন্ম দিয়েছে। অনেকেই অপেক্ষায় আছেন তাকে আবারও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে দেখার জন্য, বিশেষ করে এমন একটি আসরে যেখানে বিশ্বের সেরা খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।

আজ বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোর কালান্দার্স মুখোমুখি হবে পেশোয়ার জালমির। সবার নজর থাকবে ২২ গজে সাকিব আল হাসানের পারফরম্যান্সের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts