দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের অবসান ঘটাতে চলেছেন এমিলিয়ানো মার্তিনেজ। অ্যাস্টন ভিলার হয়ে শেষ ম্যাচে সমর্থকদের উদ্দেশে চোখের জলে বিদায় জানিয়ে কার্যত ক্লাব ছাড়ার ইঙ্গিতই দিয়ে দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক। ভিলা পার্কের আবেগঘন সেই দৃশ্য দেখে অনেকেই ধরে নিয়েছেন— বার্মিংহাম অধ্যায়ের ইতি টানছেন মার্তিনেজ।

তবে প্রশ্ন উঠছে— পরবর্তী গন্তব্য কোথায়? এখনো পর্যন্ত এ নিয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি ক্লাব বা খেলোয়াড়ের ঘনিষ্ঠ সূত্র। যদিও সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার কয়েকটি শীর্ষস্থানীয় ক্রীড়া গণমাধ্যম এবং সাংবাদিকরা জানিয়েছেন, মার্তিনেজকে নিয়ে আগ্রহ দেখিয়েছে ইউরোপের দুই বড় ক্লাব— বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেড।

‘ওলে’, ‘ডি স্পোর্টস রেডিও’ এবং খ্যাতনামা সাংবাদিক ফার্নান্দো চেজের বরাতে জানা গেছে, এই দুই ক্লাব মার্তিনেজের জন্য বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে। যদিও এই খবর কতটা নির্ভরযোগ্য, সেটি এখনও যাচাই করা কঠিন।

আর্জেন্টিনার আরেক ক্রীড়া সাংবাদিক গ্যাস্টন এদুল জানিয়েছেন, সৌদি প্রো লিগের একাধিক ক্লাব মার্তিনেজের জন্য আগ্রহ দেখালেও তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কারণ, মার্তিনেজ এখনো ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলার মতো মানসিকতা ও উচ্চাকাঙ্ক্ষা ধরে রেখেছেন। বার্মিংহামে তিনি এবং তার পরিবার ভালোই আছেন, তাই ইউরোপ ছাড়ার সম্ভাবনা আপাতত নেই।

এদিকে বার্সেলোনার গোলপোস্টে ইতোমধ্যে আছেন টের স্টেগান এবং বিকল্প হিসেবে সময়মতো অবদান রেখেছেন ভয়চেক শেজনি। তাই কাতালান ক্লাবটির গোলরক্ষক বিভাগে নতুন চমক দরকার হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডে বর্তমানে মূল গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন আন্দ্রে ওনানা। তবে প্রিমিয়ার লিগে ইউনাইটেডের বাজে মৌসুম, ঘরের মাঠে টানা হার এবং ইউরোপিয়ান ফুটবলে ধারাবাহিকতা না থাকায় আগামী মৌসুমে বড় পরিবর্তনের সম্ভাবনা প্রবল। এমি মার্তিনেজ হতে পারেন সেই পুনর্গঠনের বড় অংশ।

সব মিলিয়ে, ক্লাব ছাড়ার ইঙ্গিত স্পষ্ট হলেও, মার্তিনেজের পরবর্তী ঠিকানা এখনও নিশ্চিত নয়। ইউরোপে থেকে যাওয়ার ইচ্ছা এবং বড় ক্লাবগুলোর আগ্রহ—সব মিলিয়ে আসন্ন দলবদল মৌসুমে আর্জেন্টাইন এই তারকার ভবিষ্যৎ নিয়ে অপেক্ষা বাড়ছে ফুটবলপ্রেমীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts