অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। দীর্ঘদিন ধরেই তাকে কোচ হিসেবে চেয়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন, তবে প্রথম প্রচেষ্টায় সফল না হলেও এবার ঠিকই নিজেদের কাঙ্ক্ষিত কোচকে পেতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
চলতি বছরের ২৬ মে থেকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন আনচেলত্তি। তার সঙ্গে চুক্তি হয়েছে ২০২৬ সাল পর্যন্ত। এই চুক্তির মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় দলের পূর্ণ সময়ের কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন কোনো বিদেশি।
আনচেলত্তির আগমন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সাবেক ব্রাজিলিয়ান তারকা রিভালদো ইতালিয়ান এই কোচের ওপর আস্থা রাখছেন। তিনি বলেন, “অন্তত তারা সেরাদের একজনকে বেছে নিয়েছে। আমি নিজেও এসি মিলানে তার অধীনে খেলেছি। যেখানেই গিয়েছেন, সফল হয়েছেন তিনি। সময় কম হলেও বিশ্বকাপের আগে তিনি দারুণ কিছু করতে পারেন।”
রিভালদোর মতে, ইউরোপ ও ব্রাজিলে খেলা ফুটবলারদের সমন্বয়ে আনচেলত্তি একটি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল গড়তে পারবেন। “যদি তিনি যথাযথ সময় ও সমর্থন পান, তাহলে ব্রাজিলের দীর্ঘদিনের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অপেক্ষার অবসান ঘটানোর সম্ভাবনা রয়েছে তার,” বলেন রিভালদো।
তবে সাবেক এই প্লেমেকার দেশি কোচের পক্ষে নিজের অবস্থানও পরিষ্কার করেছেন। তার ভাষায়, “আমাদের সবগুলো বিশ্বকাপই দেশি কোচের অধীনেই এসেছে। এখনও পর্যন্ত কোনো বিদেশি কোচ অন্য কোনো দলকে বিশ্বকাপ জেতাতে পারেননি। তাই হয়তো দেশি কারও ওপর ভরসা করলে আরও ভালো হতো।”
সব মিলিয়ে আনচেলত্তির সামনে রয়েছে বড় এক চ্যালেঞ্জ। বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নেতৃত্ব দিতে প্রস্তুত হলেও, সময় ও বাস্তবতা তার জন্য হতে পারে কঠিন পরীক্ষা।