সাম্প্রতিক সময়ে ব্যাটে ও বলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এখন তিনি অবস্থান করছেন তালিকার দ্বিতীয় স্থানে, যা তার ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং।
সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ ছন্দে ছিলেন মিরাজ। ব্যাটিং ও বোলিং—দু’ বিভাগেই ছিলেন সমান কার্যকর। সিরিজ জয়ের পেছনে রেখেছেন বড় ভূমিকা এবং জিতেছেন সিরিজ সেরার পুরস্কারও।
আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, মিরাজের রেটিং পয়েন্ট এখন ৩২৭। তালিকার শীর্ষে থাকা ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার পয়েন্ট ৪০০। দুইজনের মধ্যে ব্যবধান ৭৩ পয়েন্ট।
তবে এখানেই থেমে থাকতে চান না মিরাজ। মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “অবশ্যই খুব ভালো লাগছে। তবে যদি এক নম্বরে যেতে পারি, আরও ভালো লাগবে। লক্ষ্য তো বড়, তবে আমি ধাপে ধাপে এগোতে চাই। নিজেকে ফিট রাখতে হবে, ভালো খেলতে হবে—এই সবকিছুই মাথায় রাখছি।”
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে সিলেটে বল হাতে দুই ইনিংসেই ৫টি করে উইকেট নিয়ে ১০ উইকেটের দুর্দান্ত কীর্তি গড়েন মিরাজ। এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে করেন ১০৪ রান, আর বল হাতে তুলে নেন ৫ উইকেট।
এই অলরাউন্ড পারফরম্যান্সই তাকে এনে দেয় ম্যাচসেরার পুরস্কার এবং আইসিসির র্যাঙ্কিংয়ে বড়সড় উত্তরণ। এখন দেখার পালা, কবে মিরাজ স্পর্শ করেন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ চূড়া।