গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে শিরোপা জিতেছিল বাংলাদেশের রংপুর রাইডার্স। পাঁচটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের পাঁচটি দল নিয়ে আয়োজিত হয়েছিল ওই টুর্নামেন্ট। তবে জিএসএলে চ্যাম্পিয়ন হলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় রংপুরের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন শুরু হয়।
বিশেষ করে দ্বিতীয় আসরে তাদের জায়গা ধরে রাখা নিয়েই তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
তবে সেই অনিশ্চয়তা দূর করে আশার কথা শুনিয়েছেন জিএসএলের চেয়ারম্যান, কিংবদন্তি ক্যারিবিয়ান ক্রিকেটার ক্লাইভ লয়েড। তিনি জানিয়েছেন, রংপুর রাইডার্সকে দ্বিতীয় আসরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
লয়েড বলেন, “গত আসরের চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্সকে আবারও স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তাদের পেশাদারিত্ব এবং মাঠে পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। তারা যে শিরোপা জিতেছিল, তা পুরোপুরি প্রাপ্য ছিল। গায়ানায় তাদের আবার দেখার অপেক্ষায় আছি আমরা।”
জিএসএলের দ্বিতীয় আসর শুরু হবে ১০ জুলাই এবং চলবে ১৮ জুলাই পর্যন্ত। এবারের টুর্নামেন্টও আয়োজিত হবে গায়ানায়, তবে এখনও চূড়ান্ত হয়নি ভেন্যু।
এছাড়া কতটি দল অংশ নেবে সেটিও এখনো নির্ধারিত নয়। ধারণা করা হচ্ছে, এবারের আসরে দল সংখ্যা বাড়তে পারে, যার ফলে প্রতিযোগিতা আরও রোমাঞ্চকর হতে পারে।