নিশ্চিত হার মনে হচ্ছিল, কিন্তু রাকিবুল হাসানের দুর্দান্ত এক ওভারেই পাল্টে যায় ম্যাচের চিত্র! শেষ দুই ওভারে জয়ের জন্য বাংলাদেশ ইমার্জিং দলের প্রয়োজন ছিল ২৭ রান। তখন জয় বেশ কঠিনই মনে হচ্ছিল। তবে ১৯তম ওভারে ঝড় তোলেন রাকিবুল। সেই ওভারে তিনটি ছক্কাসহ একাই তুলে নেন ২০ রান, ফলে শেষ ওভারে প্রয়োজন পড়ে মাত্র ৭ রান। সে লক্ষ্যও সহজেই ছুঁয়ে ফেলে বাংলাদেশ, ২ বল হাতে রেখেই নিশ্চিত করে জয়ের উৎসব।
ফলে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল আকবর আলির নেতৃত্বাধীন বাংলাদেশ ইমার্জিং দল।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে তোলে ৩০১ রানের বড় সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইমার্জিং দল ৪৮ ওভার ৪ বলে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
এই জয় দলকে সিরিজে মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে দিলো—রাকিবুলের অসাধারণ ফিনিশিংয়ে মিলল দারুণ এক স্মরণীয় জয়।