টেস্ট ক্রিকেট থেকে অবসরের গুঞ্জনে এবার নিজেই অবস্থান পরিষ্কার করলেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি টেস্ট ক্যারিয়ার আর দীর্ঘ করতে চান না। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ আগে কোহলি তার অবসরের ইচ্ছার কথা জানিয়ে দেন প্রধান নির্বাচক অজিত আগরকরকে। এরপর বিসিসিআই কর্মকর্তারা তাকে অনুরোধ করেন অন্তত ইংল্যান্ড সফরের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ পর্যন্ত খেলা চালিয়ে যেতে। তবে সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছেন কোহলি।

আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে ভারতের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে। এর আগেই যদি কোহলি চূড়ান্তভাবে অবসর নেন, তবে রোহিত শর্মার পর আরও একজন সিনিয়র ব্যাটারকে হারানোর দুশ্চিন্তায় রয়েছে বোর্ড। বিদেশের মাটিতে দুই অভিজ্ঞতার অভাবে সিরিজ কঠিন হয়ে উঠতে পারে বলেও মনে করছেন বিসিসিআই কর্তারা।

বোর্ডের এক কর্মকর্তা বলেন, “কোহলি নিজের সিদ্ধান্তে অনড়। নির্বাচকরা অনুরোধ করলেও তিনি মত বদলাননি। আইপিএলের মাঝেও তিনি বোর্ডকে সেই বার্তাই দিয়েছেন।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে টেস্ট ফরম্যাটে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না কোহলি। ফলে অবসরের সিদ্ধান্তে তার অনড় থাকা নিয়েও cricket fraternity-তে আলোচনা তীব্র হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts