পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে পাকিস্তানে অবস্থান করছিলেন বাংলাদেশের দুই উদীয়মান ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে টুর্নামেন্টটির বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হলেও শেষমেশ তা স্থগিত করা হয়েছে।
এই পরিস্থিতিতে গতকাল (৯ মে) বিশেষ একটি ফ্লাইটে পাকিস্তান থেকে দুবাই পৌঁছান নাহিদ ও রিশাদ। এরপর আজ (১০ মে, শনিবার) তাঁরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এবং বিকেল নাগাদ নিরাপদে দেশে পৌঁছান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, শুরু থেকেই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছিল। তিনি বলেন, “আমি পিসিবির সভাপতিকেও বার্তা পাঠিয়েছি। আমাদের দেশের খেলোয়াড়দের পাশাপাশি অনেক বিদেশি ক্রিকেটারও সেখানে ছিলেন। সবাই মিলে সমন্বিতভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছিল। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে খেলোয়াড়দের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। এ ব্যাপারে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।”
শুধু খেলোয়াড় নয়, পাকিস্তানে অবস্থানরত দুই বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকের নিরাপত্তাও বিবেচনায় রেখেছে বিসিবি। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, “আমাদের দুই ক্রীড়া সাংবাদিকের সঙ্গেও আমরা যোগাযোগ করেছি। বোর্ড থেকে তাদের নাম যথাযথভাবে পিসিবিকে জানানো হয়েছে যাতে খেলোয়াড়দের সঙ্গে তাদেরও নিরাপদে সরিয়ে আনা যায়। তারা পেশাদার দায়িত্বে ছিলেন এবং আমরা তাদের নিরাপত্তাও নিশ্চিত করতে চেষ্টা করেছি।”
বর্তমানে সকলেই সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।