মাত্র ১৪ বছর বয়সে আইপিএল মঞ্চে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডবুকে ঝড় তুলেছেন বিহারের বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালস যখন তাকে কোটি টাকায় দলে নেয়, তখন অনেকে অবাক হলেও এখন প্রমাণ মিলছে—রাহুল দ্রাবিড়দের সেই সিদ্ধান্ত ছিল দূরদর্শী। অভিষেক ম্যাচেই ছক্কা মেরে আইপিএল যাত্রা শুরু করেন বৈভব। যদিও প্রথম ইনিংসে বড় কিছু করতে পারেননি, তবে গুজরাটের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্সে বিশ্ব ক্রিকেট তাকিয়ে আছে তার দিকেই।

মাত্র ৩৫ বলে শতক তুলে নিয়ে বৈভব শুধু ম্যাচই বদলে দেননি, গড়েছেন ইতিহাসও। আইপিএলে সেঞ্চুরি করা সবচেয়ে কম বয়সী ক্রিকেটার এখন তিনিই—১৪ বছর ৩২ দিনে এই রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। এমন পারফরম্যান্সের পর অনেকেই ভাবছেন, ভবিষ্যতের ভারতীয় মহাতারকা হয়ে উঠতে পারেন বৈভব।

তবে নজর কাড়লেও ভারতের জাতীয় দলে তার অভিষেক এখনও সম্ভব নয়। কারণ, আইসিসির নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য একজন খেলোয়াড়ের অন্তত ১৫ বছর বয়স হতে হয়। বৈভবের বয়স এখন ১৪, এবং ১৫ পূর্ণ হবে আগামী বছরের ২৭ মার্চ। ফলে এখনই ভারতের জার্সিতে তাকে দেখা যাচ্ছে না।

তবে আইসিসি নিয়মে একটি ব্যতিক্রমের সুযোগ রয়েছে। যদি কোনো খেলোয়াড় যথেষ্ট অভিজ্ঞতা, মানসিক পরিপক্বতা এবং শারীরিক সক্ষমতা দেখাতে পারে, তবে সংশ্লিষ্ট বোর্ডের সুপারিশে আইসিসি বিশেষ অনুমতি দিতে পারে। চাইলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই প্রক্রিয়ায় আবেদন করতে পারে, যদিও এখনই সে উদ্যোগ নেওয়ার কোনো পরিকল্পনা নেই।

এই মুহূর্তে বৈভব ভারতের বয়সভিত্তিক দলে খেলছেন এবং জাতীয় দলে নেওয়ার তাড়াও নেই বিসিসিআইয়ের। তারা ধাপে ধাপে তার বিকাশে নজর দিচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক অভিষেকের রেকর্ড রয়েছে মারিয়ান ঘেরাসিমের নামে—মাত্র ১৪ বছর ১৬ দিনে। আর ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার প্রথম টেস্ট খেলেছিলেন ১৬ বছর ২০৫ দিন বয়সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts