টেস্ট ইতিহাসে এখনো পর্যন্ত কখনোই ১৬২ রানের বেশি রান তাড়া করে জেতেনি জিম্বাবুয়ে। তাই সিলেট টেস্ট জিততে হলে রেকর্ড গড়তেই হতো রোডেশিয়ানদের। আর সেই রেকর্ড গড়ার পথে এখন অনেকটাই এগিয়ে গেছে সফরকারীরা। চতুর্থ দিনের চা-বিরতির আগেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে তারা।
জয়ের লক্ষ্যে ১৭৪ রানের টার্গেটে খেলতে নেমে ২৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৭ রান করে ফেলেছে জিম্বাবুয়ে। হাতে আছে ৮ উইকেট, প্রয়োজন আর মাত্র ৫৭ রান। উইকেটে আছেন দুই অপরাজিত ব্যাটার— ব্রায়ান বেনেট ৫২* রানে এবং নতুন ক্রিজে এসেছেন শন উইলিয়ামস, যিনি এখনো রান খোলেননি।
টার্গেট তাড়ায় জিম্বাবুয়ে শুরু থেকেই ছিল আগ্রাসী। দুই ওপেনার বেনেট ও বেন কারান শুরু থেকেই চালিয়ে খেলেন। বিশেষ করে বেনেট শুরুতেই যেন ওয়ানডে মেজাজে ব্যাট হাতে নেমেছিলেন। প্রথম ইনিংসের মতো এবারও নতুন বলে দুর্দান্ত কন্ট্রোল দেখিয়েছেন তিনি। অন্যদিকে, কারানও ছিল আত্মবিশ্বাসী। ফিফটি না পেলেও তার ৭৫ বলে ৪৪ রানের ইনিংস জয়ের ভিত গড়েছে।
বাংলাদেশের হয়ে প্রথম ব্রেকথ্রু এনে দেন মেহেদি হাসান মিরাজ। ২১তম ওভারে কারানকে মিড অফে ক্যাচ বানিয়ে ফেরান তিনি। এরপর আরেক স্পিনার তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন নিক ওয়েলচ (১৯ বলে ১০)।
দুই উইকেট হারালেও এখনও ম্যাচে দারুণভাবে এগিয়ে জিম্বাবুয়ে। আর টাইগারদের সামনে এখন কেবল একটাই পথ— কোনোভাবে ম্যাজিকাল কিছু করে ম্যাচের মোড় ঘোরানো। না হলে সিলেটে ইতিহাস গড়েই মাঠ ছাড়বে রোডেশিয়ানরা।