ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আর ম্যাচ গড়াপেটি— এই বিতর্ক যেন পুরোনো হলেও থেমে থাকেনি। তবে এবার ২০২৫ আইপিএলে নিজ দলের বিপক্ষেই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলে তোলপাড় ফেলে দিয়েছেন ভারতের বিজেপি দলীয় এমএলএ ও রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাড-হক কমিটির সদস্য জয়দ্বীপ বিহানি।
তার দাবি, চলতি আসরে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাত্র ২ রানে হারের ম্যাচটি ‘ইচ্ছাকৃতভাবে হেরেছে’ রাজস্থান রয়্যালস। এই ম্যাচে ম্যাচ ফিক্সিং হয়েছে বলেও জোর গলায় দাবি করেন তিনি।
গত ১৯ এপ্রিল জয়পুরে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে লখনৌ তোলে ১৮০ রান। রান তাড়ায় দারুণ শুরু করে রাজস্থান রয়্যালস। শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল মাত্র ৯ রান। তবে আভেশ খানের কৌশলী বোলিংয়ে তারা করতে পারে মাত্র ৬ রান, হেরে যায় ২ রানে।
এই হারেই ফিক্সিংয়ের সন্দেহ করছেন বিহানি। তার ভাষায়, “যারা খেলাটি দেখেছেন, সবাই বুঝতে পেরেছেন কিছু একটা ভুল ছিল। আভেশ খানের শেষ ওভার থেকে রাজস্থান ৯ রান নিতে পারবে না— এটা অবিশ্বাস্য। এমনকি একটা বাচ্চাও বলবে, ওটা পাতানো ছিল।”
এতেই থেমে থাকেননি বিজেপির এই নেতা। আইপিএলের ব্যবস্থাপনার দিকেও প্রশ্ন তুলেছেন তিনি। তার দাবি, ম্যাচ আয়োজনের দায়িত্ব ক্রিকেট বোর্ড বা রাজ্য সংস্থার না দিয়ে কেন জেলা পরিষদের হাতে তুলে দেওয়া হলো, তা নিয়েও তদন্ত হওয়া উচিত।
তবে এই অভিযোগ একেবারেই প্রত্যাখ্যান করেছে রাজস্থান রয়্যালস। রাজ্যের মুখ্যমন্ত্রী ও ক্রীড়া মন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে ফ্র্যাঞ্চাইজিটি বিহানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। তারা বলেছে, “জয়দ্বীপ বিহানির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও অপমানজনক। এটি শুধুমাত্র রাজস্থান রয়্যালস নয়, বরং বিসিসিআই, রাজস্থান স্পোর্টস কাউন্সিল এবং পুরো ক্রিকেটকেই কলঙ্কিত করে।”
বর্তমানে চলমান আসরে রাজস্থান রয়্যালসের পারফরম্যান্স হতাশাজনক। ৮ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ২টিতে, হেরেছে ৬টি। শেষ চার ম্যাচে পেয়েছে টানা হার, যার মধ্যে অন্যতম এই লখনৌর বিপক্ষে বিতর্কিত ম্যাচ। সবমিলিয়ে দল ও ম্যানেজমেন্টের ওপর চাপ বেড়েছে, তার ওপর যুক্ত হলো নতুন এই ফিক্সিং বিতর্ক।