পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ হিসেবে আকিব জাভেদের মেয়াদ শেষ হতে চলেছে— এমন গুঞ্জন চলছিল অনেকদিন ধরেই। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে নতুন কোচ নিয়োগের বিজ্ঞপ্তি।

পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, আকিব জাভেদকে কোচ হিসেবে মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল পিসিবি। তবে সেই প্রস্তাবে সাড়া দেননি সাবেক এই পেসার। এরপরই কোচ নিয়োগের প্রক্রিয়ায় নামে বোর্ড। নতুন হেড কোচ হতে হলে প্রার্থীকে অবশ্যই লেভেল-থ্রি কোচিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেটে কমপক্ষে ১০ বছরের কোচিং অভিজ্ঞতা থাকতে হবে— বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পিসিবি।

২০২৩ সালের নভেম্বর মাসে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আকিব জাভেদ। গ্যারি কার্স্টেন ও জেসন গিলেস্পিকে সরিয়ে তাকে তিন ফরম্যাটেই দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু পাকিস্তান দল তখন ফর্মহীনতায় ভুগছিল, আর আকিবের অধীনেও বড় কোনো পরিবর্তন আসেনি।

তবুও পিসিবির আস্থা ছিল এই অভিজ্ঞ কোচের ওপর। কিন্তু আকিবের লক্ষ্য ভিন্ন। পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, তিনি হাই পারফরম্যান্স সেন্টারের প্রধান পদে আগ্রহী। সদ্য পদত্যাগ করা নাদিম খানের জায়গায় তাকে এই দায়িত্বে দেখা যেতে পারে। এ পদেও নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বোর্ড।

এদিকে পিসিবি সূত্র বলছে, এবার হেড কোচের দায়িত্বে সাবেক পাকিস্তানি ক্রিকেটার নয়, বরং একজন বিদেশি কোচ নিয়োগ দিতে চায় বোর্ড। তবে আগের মতো হাই-প্রোফাইল কোচ নয়, বরং প্রতিশ্রুতিশীল ও পরিশ্রমী কাউকে নিয়ে আসার পরিকল্পনা করছে তারা।

নতুন কোচকে নিয়ে পাকিস্তান ক্রিকেটে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়— সেটা আকিব জাভেদের ছায়া থেকে বেরিয়ে, ভিন্ন চিন্তা আর ভিন্ন কৌশলের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts