কাতার বিশ্বকাপের পর থেকেই স্থায়ী কোচ সংকটে ভুগছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। দরিভাল জুনিয়রকে পূর্ণ দায়িত্বে বসিয়ে কিছুটা স্বস্তি পেলেও বিশ্বকাপ বাছাইয়ে দলের পারফরম্যান্সে হতাশ হয়ে বিদায় নিতে হয়েছে তাকেও। এরপর থেকে ২২ দিন ধরে কোচশূন্য অবস্থায় রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সেলেসাওদের মূল নজর এখন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির দিকে। ইতোমধ্যেই সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন এই ইতালিয়ান কোচ। তবে সমস্যা হচ্ছে, রিয়াল মাদ্রিদ এখনও মৌসুমের গুরুত্বপূর্ণ সময় পার করছে।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়লেও এখনও লা লিগা ও কোপা দেল রে-র লড়াইয়ে রয়েছে দলটি। আগামী ২৭ এপ্রিল বাংলাদেশ সময় রাত ২টায় বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে ফাইনালে মাঠে নামবে রিয়াল। ‘দ্য অ্যাথলেটিক’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ম্যাচের পরেই আনচেলত্তি তার ভবিষ্যৎ নিয়ে রিয়াল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে পারেন। তাই ২৬ এপ্রিল হতে পারে তার ব্রাজিল কোচ হওয়ার সম্ভাব্য ডেডলাইন।
তবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) হাতে সময় বেশি নেই। জুনেই রয়েছে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ। তার আগে ১৮ মে’র মধ্যে ফিফাকে অন্তর্বর্তীকালীন স্কোয়াড জমা দিতে হবে। কোচ না থাকলেও সিবিএফ সভাপতি বা দলের ম্যানেজমেন্ট সদস্যদের স্বাক্ষরে স্কোয়াড জমা দেওয়া সম্ভব হলেও, ২ জুনের মধ্যে আনচেলত্তির নিয়োগ চূড়ান্ত করতে চায় ব্রাজিল।
আগামী ৫ জুন (বাংলাদেশ সময় ৪ জুন) ইকুয়েডর এবং ১০ জুন (বাংলাদেশ সময় ৯ জুন) প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তাই এর আগেই আনুষ্ঠানিকভাবে নতুন কোচের দায়িত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।
তবে আনচেলত্তিকে না পেলে বিকল্প ভাবনাও সাজিয়ে রেখেছে সিবিএফ। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, আল-হিলালের কোচ জর্জ জেসুস এই দৌড়ে এগিয়ে রয়েছেন। এছাড়া ব্রাজিলিয়ান ক্লাব ফুটবলের সফল কোচ আবেল পেরেইরার সঙ্গেও যোগাযোগ করেছে তারা।
সিবিএফ এর আগে বলেছিল, দ্রুতই নতুন কোচ ঘোষণা করা হবে। এখন তারা অপেক্ষা করছে নির্ধারিত সময়সীমার দিকে এবং রিয়াল মাদ্রিদে কী ঘটে সেটার ওপর নির্ভর করছে পুরো পরিকল্পনা।
সব মিলিয়ে ব্রাজিলের ডাগআউটে নতুন কোচ কবে আসছেন, সেটা নির্ভর করছে আনচেলত্তির সিদ্ধান্ত আর মাদ্রিদের চলতি মৌসুমের ভাগ্যরেখার ওপর।