ওয়ানডে সিরিজ হওয়ার কথা থাকলেও, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ফরম্যাট পরিবর্তন করে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। মে মাসে টাইগাররা সফর করবে পাকিস্তানে, আর জুলাইয়ে পাকিস্তান দল আসবে বাংলাদেশে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, জুলাই মাসে ঢাকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য তারিখ ২০, ২২ ও ২৪ জুলাই। যদিও এখনও সূচি চূড়ান্ত হয়নি।
এদিকে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যে বাংলাদেশের মে মাসের সফরের সম্ভাব্য সূচি প্রকাশ পেয়েছে। সেখানকার তথ্য অনুযায়ী, দীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। সর্বশেষ ২০০৮ সালে এই ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল, আর সেটিও ছিল বাংলাদেশের বিপক্ষে। এবারও টাইগারদের দিয়েই ফিরছে এই ঐতিহাসিক মাঠ।
প্রাথমিক সূচি অনুযায়ী, সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৭ মে, ফয়সালাবাদে। এরপর সিরিজের শেষ তিন ম্যাচ হবে ৩০ মে, ১ জুন ও ৩ জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
মূলত এই সফরটি হওয়ার কথা ছিল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে। তবে এশিয়া কাপ এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রেখে সিরিজটিকে পূর্ণাঙ্গ ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রূপান্তর করা হয়েছে।
এদিকে জুলাই মাসের বাংলাদেশে পাকিস্তান সফরটি আইসিসি ফিউচার ট্যুরস প্রোগ্রামের (এফটিপি) অংশ নয়। তবে বিসিবি ও পিসিবির দুই সভাপতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় এই বিষয়ে আলোচনায় সম্মত হন। ফলে জুলাইয়ে তিন ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।