ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এক ম্যাচে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অভিজ্ঞ আম্পায়ার গাজী সোহেল। আজ বুধবার (৯ এপ্রিল) বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংকের মধ্যকার ম্যাচে টসের পর এই ঘটনা ঘটে।

টস শেষে থেকেই গাজী সোহেল শারীরিকভাবে অস্বস্তি অনুভব করছিলেন। মাথা ঘোরা ও ঘুম ঘুম ভাবের কারণে তিনি স্বাভাবিকভাবে মাঠের দায়িত্ব পালন করতে পারেননি। এরপর ম্যাচ রেফারি দেবব্রত পালের পরামর্শে দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে বিকেএসপির মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

সেখানে চিকিৎসক ডা. সামির উল্লাহ জানান, “উনার সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, গত রাতে ভালোভাবে ঘুম হয়নি। সেখান থেকেই তার শরীর দুর্বল হয়ে পড়েছে বলে মনে হচ্ছে। রক্তচাপ স্বাভাবিক থাকলেও হার্ট রেট একটু বেশি ছিল। বর্তমানে তিনি ঘুমাচ্ছেন এবং আমরা পর্যবেক্ষণে রেখেছি। আধঘণ্টা হয়ে গেছে, আর আধঘণ্টা পর্যবেক্ষণের পর সব ঠিক থাকলে ছেড়ে দেওয়া হবে।”

গাজী সোহেলের অনুপস্থিতিতে মাঠে আম্পায়ারের দায়িত্বে যোগ দেন চতুর্থ আম্পায়ার শারফুদ্দিন আহমেদ। অপর আম্পায়ার হিসেবে ছিলেন হাবিবুর রহমান। ঘটনাটি ঘটলেও নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হয়।

ম্যাচের আপডেট অনুযায়ী, মোহামেডান ৪৩ ওভারে ৫ উইকেটে ২৩০ রান সংগ্রহ করেছে। মুশফিকুর রহিম ৪৫ এবং মেহেদি হাসান মিরাজ ১২ রানে অপরাজিত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts