ঈদের বিরতির পর আবারও জমে উঠেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। জাতীয় দলের ক্রিকেটাররাও অংশ নিচ্ছেন ঘরোয়া এ আসরে। তবে ডিপিএলের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির হতাশার রেশ কাটিয়ে এবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরছে টাইগাররা।
আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
আসন্ন সিরিজ সামনে রেখে ১১ এপ্রিল থেকে সিলেটে শুরু হবে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। ডিপিএলে ১০ এপ্রিল নিজেদের ম্যাচ খেলে জাতীয় দলের ক্রিকেটাররা সরাসরি সিলেটে ক্যাম্পে যোগ দেবেন। যদিও এখনো এই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রসঙ্গত, ২০২৪ সালের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় তখন কেবল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজই খেলেছিল দুই দল। এবার সেই বাকি থাকা টেস্ট সিরিজ আয়োজন করছে বিসিবি।
বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছে গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে, যেখানে সিরিজ ১-১ এ ড্র হয়েছিল। তবে তার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে এবং ভারতের মাটিতে দুটো সিরিজেই হার দেখতে হয় সাকিব-তামিমবিহীন দলকে।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশ বরাবরই ভালো করছে। ২০২০ সালে ঘরের মাঠে ইনিংস ও ১০৬ রানে হারায় সফরকারীদের। সর্বশেষ ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়েকে ২২০ রানে হারিয়েছে টাইগাররা। দুই দলের মুখোমুখি হওয়া ১৮টি টেস্টে বাংলাদেশ জয় পেয়েছে ৮টিতে, জিম্বাবুয়ে ৭টিতে। সর্বশেষ জিম্বাবুয়ের জয় ২০১৮ সালে।