চলতি আইপিএলের প্রথম ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এবার সেই স্লো ওভার রেটের কারণেই নতুন করে শাস্তির মুখে পড়লেন তিনি। যদিও এবারের আসরে স্লো ওভার রেটের নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে, যাতে সহজেই কেউ নিষিদ্ধ না হন। তবে আর্থিক জরিমানা ও ডিমেরিট পয়েন্টের শাস্তি বহাল রয়েছে।
গতকাল (শনিবার) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। এটি ছিল মুম্বাইয়ের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হারার পর এবারও জয় পায়নি মুম্বাই। আগে ব্যাট করে শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাট ২০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান করে। জবাবে মুম্বাই ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান করতে সক্ষম হয়।
১৭ লাখ টাকা জরিমানা হার্দিকের জন্য
হারের ক্ষত না মিটতেই নতুন করে শাস্তি পেলেন হার্দিক। মুম্বাই নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে ব্যর্থ হয়, যার ফলে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ১২ লাখ ভারতীয় রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকা) জরিমানা করা হয়েছে।
এদিন মুম্বাই চারজন পেসার—ট্রেন্ট বোল্ট, হার্দিক পান্ডিয়া, দীপক চাহার ও সত্যনারায়ণ রাজুকে খেলায়, যা তাদের ইনিংসের সময় বেশি নিয়ে নেয়। এছাড়া আফগান স্পিনার মুজিব-উর-রহমান মাত্র ২ ওভার এবং নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ৩ ওভার বোলিং করেন। বেশি রান খরচ করায় মুজিবের পুরো ওভার ব্যবহার করেননি হার্দিক।
এই শাস্তির মাধ্যমে চলতি আইপিএলে স্লো ওভার রেটের কারণে শাস্তি পাওয়া প্রথম অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া।
নতুন নিয়মে কেমন শাস্তি পেতে পারেন অধিনায়করা?
আইপিএল শুরুর আগে ক্রিকবাজ জানিয়েছিল, নতুন নিয়ম অনুসারে স্লো ওভার রেটের জন্য এখন আর সরাসরি ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হবে না। তবে ডিমেরিট পয়েন্ট ও আর্থিক জরিমানা বহাল থাকবে।
লেভেল-১ অপরাধে ২৫ থেকে ৭৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা ও ডিমেরিট পয়েন্ট যোগ হবে।
লেভেল-২ অপরাধে চারটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে।
প্রতি চারটি ডিমেরিট পয়েন্ট জমা হলে, অতিরিক্ত শাস্তি বা ম্যাচ নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন অধিনায়ক।
এর আগের আসরগুলোতে বেশ কয়েকজন অধিনায়ক স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনেছেন। এবার সেই তালিকায় প্রথম নাম যোগ হলো হার্দিক পান্ডিয়ার।