টানা ছয় বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন ব্রাজিল। শুধু জয় নয়, এই সময়ের মধ্যে আর্জেন্টিনার জালে একবারও বল জড়াতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওরা। চারটি মুখোমুখি লড়াইয়ের তিনটিতে হেরেছে ব্রাজিল, অন্য ম্যাচটি হয়েছে ড্র। তবে এবার এই হতাশার পরিসমাপ্তি ঘটাতে চায় ব্রাজিল।
বাংলাদেশ সময় ২৬ মার্চ ভোরে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। মেসির দলের বিপক্ষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর মতো তারকাদের ওপর ভরসা রাখছে সেলেসাওরা। এর মধ্যে রাফিনিয়া সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী।
রাফিনিয়ার হুঙ্কার: “আমরা তাদের গুঁড়িয়ে দেব!”
বর্তমানে বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফর্মে আছেন রাফিনিয়া। জাতীয় দলের জার্সিতেও ছন্দে থাকা এই ব্রাজিলিয়ান তারকা আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের আগে স্পষ্ট বার্তা দিয়েছেন। কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনিয়া জানিয়েছেন, ব্রাজিল শুধু জিতবে না, বরং আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দেবে।
রাফিনিয়া বলেন—
“আমরা তাদের অবশ্যই হারাব। গুঁড়িয়ে দেব। মাঠে এবং প্রয়োজনে মাঠের বাইরেও! নিশ্চিতভাবে আমি গোল করব। আমরা সব শক্তি নিয়ে খেলব।”
আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ মানেই উত্তেজনা
আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ মানেই তুমুল উত্তেজনা। ২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মারাকানায় সংঘর্ষে জড়িয়েছিল দুই দলের খেলোয়াড় ও সমর্থকরা। ফিফা এরপর দুই দলকেই শাস্তি দেয়।
রাফিনিয়া যেখানে ‘যুদ্ধের’ ঘোষণা দিচ্ছেন, সেখানে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ম্যাচটিকে শুধুই গুরুত্বপূর্ণ একটি ফিক্সচার হিসেবে দেখছেন।
তিনি বলেন—
“মাঠে প্রতিপক্ষ, বাইরে বন্ধু। আমি খেলোয়াড়দের বক্তব্য নিয়ে গভীরে যেতে চাই না। তবে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ। কিন্তু এটি শুধুই একটি ফুটবল ম্যাচ, এর বাইরে যাওয়া উচিত নয়।”
ব্রাজিল কি পারবে ৬ বছরের অভিশাপ ভাঙতে?
আগের চার ম্যাচের মতো এবারও কি আর্জেন্টিনা জয় পাবে, নাকি রাফিনিয়ার ভবিষ্যদ্বাণী সত্যি করে ৬ বছরের অপেক্ষার ইতি ঘটাবে ব্রাজিল? মাঠের লড়াইয়ে এর উত্তর মিলবে ২৬ মার্চ ভোরে!