বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ প্রথম জানিয়েছিলেন আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে তার যোগাযোগের কথা। দলের কোচিং প্যানেলে থাকা বাংলাদেশের সাবেক কোচ শ্রীধরন শ্রীরামের মাধ্যমেই তাকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত লখনৌ তাসকিনকে নয়, আস্থা রেখেছে স্থানীয় পেসারের ওপর।

মহসিনের জায়গায় শার্দুল
লখনৌর মূল স্কোয়াডে থাকা পেসার মহসিন খান ইনজুরির কারণে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন। শুরুতে তার বদলি হিসেবে তাসকিনের নাম আলোচনায় থাকলেও, শেষ পর্যন্ত ভারতীয় পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্রে জানা গেছে, মহসিন বর্তমানে ৫০ শতাংশ ফিট এবং মাঠে ফিরতে আরও ৫-৬ সপ্তাহ সময় লাগবে। তাই ঝুঁকি না নিয়ে ২ কোটি রুপি মূল্যে শার্দুলের সঙ্গে চুক্তি করেছে লখনৌ।

লখনৌর নতুন পেস আক্রমণ
দলে যোগ দিয়ে লখনৌর পেস বিভাগকে নেতৃত্ব দেবেন শার্দুল ঠাকুর। স্কোয়াডে বিদেশি পেসার হিসেবে রয়েছেন শামার জোসেফ, সঙ্গে ভারতের তরুণ পেসারদের মধ্যে রাজবর্ধন হাঙ্গারগেকার ও প্রিন্স যাদব আছেন স্কোয়াডে।

এছাড়া, ইনজুরি থেকে ফেরার অপেক্ষায় রয়েছেন মায়াঙ্ক যাদব, আভেশ খান ও আকাশ দীপ। স্পিন বিভাগে লখনৌর ভরসা রবি বিষ্ণোই ও শাহবাজ আহমেদ।

ব্যাটিংয়েও কার্যকর শার্দুল
শার্দুল শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও কার্যকরী। আইপিএলে তার সর্বোচ্চ স্কোর ৬৮ রান, যা তাকে লোয়ার অর্ডারে বাড়তি শক্তি এনে দেবে।

তাসকিনের সুযোগ হাতছাড়া
শেষ পর্যন্ত তাসকিন আহমেদকে দলে না নিলেও, আইপিএলে বাংলাদেশের অন্য ক্রিকেটাররা কেমন পারফর্ম করেন, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts