প্রথম দুই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি হাসান নওয়াজ। আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা একেবারেই হতাশাজনক ছিল পাকিস্তানের এই তরুণ ওপেনারের জন্য। চলমান নিউজিল্যান্ড সিরিজ দিয়েই জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। প্রথম দুই ম্যাচেই ডাক মেরে শুরু করলেও দলের আস্থার প্রতিদান দিয়েছেন তৃতীয় ম্যাচেই— ঝোড়ো এক সেঞ্চুরি হাঁকিয়ে!
মাত্র ৪৫ বলে ১০৫ রানে অপরাজিত থেকে হাসান নওয়াজ গড়েছেন পাকিস্তানের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড। তার বিধ্বংসী ইনিংসে সহজ জয় পেয়েছে সফরকারীরা।
সিরিজে টিকে রইল পাকিস্তান
নিউজিল্যান্ডের দেওয়া ২০৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৬ ওভারেই ৯ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে পাকিস্তান। এই জয়ে সিরিজে টিকে রইল সালমান আগার নেতৃত্বাধীন দল। যদিও এখনো ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক নিউজিল্যান্ড।
প্রতিপক্ষ বোলারদের তুলোধুনো করলেন হাসান নওয়াজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামে পাঠিয়ে নতুন দল নিয়ে নিউজিল্যান্ড সফরে গেছে পাকিস্তান। তবে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারের শঙ্কায় পড়ে গিয়েছিল তারা। এমন চাপের মধ্যেই দলকে ম্যাচে ফিরিয়ে আনলেন হাসান নওয়াজ।
শুধু সেঞ্চুরি করাই নয়, তার বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতেই সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছে পাকিস্তান। অকল্যান্ডের ছোট বাউন্ডারির পুরো ফায়দা তুলেছেন সালমান, নওয়াজ ও হারিস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দুই ম্যাচে শূন্য, আর তৃতীয় ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি— হাসান নওয়াজ যেন গল্প লিখলেন নতুন করে!