ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো আগেই নিশ্চিত করেছিলেন, লিওনেল মেসি পরবর্তী ম্যাচে খেলবেন না। তবে আর্জেন্টাইন সুপারস্টারের কোনো চোট নেই বলেও জানান তিনি।
মেসির অনুপস্থিতিতে দর্শক সংকটের শঙ্কা
মেসির না থাকার খবর ছড়িয়ে পড়তেই সম্ভাব্য দর্শক সংকটের আশঙ্কা করছে মায়ামির প্রতিপক্ষ হিউস্টন ডায়নামো। তাই দর্শকদের মাঠে আনতে তারা দিয়েছে বিশেষ অফার।
এক বিবৃতিতে হিউস্টন ডায়নামো বলেছে,
‘রোববার (বাংলাদেশ সময় সোমবার) ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচ আয়োজন নিয়ে আমরা রোমাঞ্চিত। তবে তাদের স্কোয়াড তালিকায় মেসির নাম নেই, এমনকি তিনি হিউস্টনেও আসছেন না। দুর্ভাগ্যজনকভাবে প্রতিপক্ষ দলে কে খেলবে, সেটা আমাদের হাতে নেই।’
এরপর তারা দর্শকদের জন্য আকর্ষণীয় প্রস্তাব দেয়।
‘আমরা চাই, আগামীকালের ম্যাচে দুর্দান্ত আবহ তৈরি হোক। তাই উপস্থিত দর্শকদের জন্য ডায়নামোর আসন্ন আরেকটি ম্যাচের টিকিট উপহার দেওয়া হবে। এ নিয়ে বিস্তারিত জানানো হবে আগামী সপ্তাহে।’
মেসির বিশ্রাম ও ঠাসা সূচি
ইন্টার মায়ামি গত ১০ দিনের মধ্যে ইতোমধ্যে তিনটি ম্যাচ খেলেছে—কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের দুটি লেগ ও এক ম্যাচ এমএলএসে। সামনে আরও ব্যস্ত সূচি থাকায় মেসিকে বিশ্রাম দেওয়াটাই বেছে নিয়েছে মাশ্চেরানোর দল।
তবে শুক্রবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ১৬’র ম্যাচে মেসিকে ফেরানো হতে পারে। ওই ম্যাচে জ্যামাইকার ক্যাভালিয়ের এফসির বিপক্ষে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে খেলবে ইন্টার মায়ামি।
মাশ্চেরানোর ব্যাখ্যা
মাশ্চেরানো জানিয়েছেন, মেসি পুরোপুরি ফিট এবং দলের সঙ্গে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন,
‘লিও স্বাভাবিকভাবেই আছে, নিয়মিত অনুশীলন করছে। কিন্তু আমাদের প্রয়োজনীয় বিশ্রামের সময় পাচ্ছি না। প্রথম ম্যাচের তারিখ পরিবর্তনের কারণে এখন যে সূচি তৈরি হয়েছে, সেটার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে।’
তিনি আরও বলেন,
‘প্রতিটি মুহূর্ত আলাদা এবং আমাদের সেটার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। চ্যাম্পিয়ন্স লিগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এর মাঝেই এমএলএসের ম্যাচ ছিল। এটি এমন এক প্রতিযোগিতা, যেখানে আমাদের শিরোপা জয়ের লক্ষ্য আছে। তাহলে আমরা কখন সূচি বদলানোর কথা বলব? খেলোয়াড়রাই–বা কখন বিশ্রাম পাবে? সাত দিনে আমাদের তিনটি ম্যাচ খেলতে হয়েছে।’
ইন্টার মায়ামির সামনে কঠিন চ্যালেঞ্জ
মেসিকে বিশ্রাম দিলেও ইন্টার মায়ামির ব্যস্ত সূচি থামছে না। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ও এমএলএসের লম্বা মৌসুমের লড়াইয়ে তারা কতটা ফিট থাকতে পারে, সেটাই এখন দেখার বিষয়!