আইপিএল দল গুজরাট টাইটান্সের মালিকানায় আসছে বড় পরিবর্তন। দলটির পুরো মালিকানা এতদিন ছিল সিভিসি ক্যাপিটালের হাতে, তবে এখন সেখানে অংশীদার হতে যাচ্ছে টরেন্ট গ্রুপ। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, গুজরাটের ৬৭ শতাংশ শেয়ার কিনতে চলেছে টরেন্ট গ্রুপ।
টরেন্ট গ্রুপের পুরনো আগ্রহ ও বর্তমান চুক্তি
২০২২ সালে প্রথমবার আইপিএলে অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট টাইটান্স। সেবারই দলটি কিনতে বিড করেছিল টরেন্ট গ্রুপ, যারা ৪,৬৫৩ কোটি টাকা বিড করেছিল। তবে শেষ পর্যন্ত সিভিসি ক্যাপিটাল ৫,৬২৫ কোটি টাকায় মালিকানা নিয়ে নেয়।
চার বছর পর অবশেষে টরেন্ট গ্রুপের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। যদিও চূড়ান্ত মূল্য নির্ধারণ ও বিসিসিআইয়ের অনুমোদন এখনো বাকি। তবে আনুষ্ঠানিকতা ইতোমধ্যে অনেকটাই এগিয়ে গেছে।
গুজরাট টাইটান্সের পারফরম্যান্স ও সাম্প্রতিক অবস্থান
২০২২ সালে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২৩ মৌসুমে ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া করেছিল গুজরাট। তবে ২০২৪ সালের আইপিএলে দলটি অষ্টম স্থানে থেকে আসর শেষ করেছে।
এখন দেখার বিষয়, মালিকানা বদলের পর গুজরাট টাইটান্স কেমন পারফরম্যান্স করে আইপিএলের আগামী মৌসুমে।