স্প্যানিশ সুপার কাপে টানা তৃতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। গতকাল বুধবার (৮ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে হ্যান্সি ফ্লিকের দল।

গাভি ও ইয়ামালের গোল
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। ১৭ মিনিটেই আলেহান্দ্রো বাল্দের অ্যাসিস্ট থেকে দারুণ এক শটে গোল করেন গাভি। হাঁটুর গুরুতর চোট কাটিয়ে ১১ মাস পর গত অক্টোবরে মাঠে ফেরা ২০ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডারের চলতি মৌসুমে এটি তার প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন বার্সার আরেক তরুণ তারকা লামিনে ইয়ামাল। গাভির অ্যাসিস্ট থেকে গোল করে ১৭ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার চলতি মৌসুমে নিজের গোলসংখ্যা নিয়ে যান ৭-এ। এছাড়া, তিনি করেছেন ১২টি অ্যাসিস্ট। তিন সপ্তাহের ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই দুর্দান্ত ফর্মে গোলের দেখা পেলেন ইয়ামাল।

ফাইনালে রিয়াল নাকি মায়োর্কা?
স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার দিবাগত রাত ২টায়। এই ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও মায়োর্কা। এই দুই দলের মধ্যে বিজয়ী দলই ফাইনালে বার্সার প্রতিপক্ষ হবে। রোববার শিরোপার লড়াইয়ে নামবে স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে সর্বোচ্চ ১৪ বার চ্যাম্পিয়ন হওয়া বার্সেলোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts